TRENDING:

Fire Accident: মধ্যরাতে আগুনে আতঙ্ক, দাউ দাউ করে জ্বলল অক্সিজেন সিলিন্ডারের গোডাউন! ঘটনাস্থলে দমকলের ২০ ইঞ্জিন

Last Updated:

Fire Accident: মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কাঁকুড়গাছি অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে। রাত প্রায় দু’টো নাগাদ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশেপাশের আরও কয়েকটি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কাঁকুড়গাছি অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে। রাত প্রায় দু’টো নাগাদ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশেপাশের আরও কয়েকটি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের মোট ২০টি ইঞ্জিন আনা হয়।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

আরও পড়ুনঃ কোটি ছুঁইছুঁই খরচে বিয়ের সাজ! বলিউডের ৭ নায়িকার বিয়ের পোশাকের দাম শুনলে চোখ কপালে উঠবে

দমকল সূত্রে জানানো হয়েছে, আগুন নেভাতে প্রাথমিকভাবে ১৫টি ইঞ্জিন কাজ করে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আপাতত কুলিং প্রক্রিয়া চলছে। ভিতরে দু’টি ইঞ্জিন কাজ করছে এবং বাইরে নিরাপত্তার কারণে তিনটি ইঞ্জিন প্রস্তুত রাখা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে সেগুলি সরিয়ে নেওয়া হবে। বর্তমানে মোট ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে সক্রিয় রয়েছে।

advertisement

প্রাথমিকভাবে দমকল কর্মীদের ধারণা, অক্সিজেন সিলিন্ডারের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও তদন্তাধীন। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই এবং সকলকে নিরাপদে এলাকা থেকে বের করে আনা সম্ভব হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

স্থানীয় এক বাসিন্দার দাবি, ঘটনার আগের দিন একটি বাড়ির সামনে আগুন জ্বালানো হচ্ছিল। সেখান থেকেই আগুন লাগতে পারে বলে তাঁর অনুমান। আগুন লাগার পর আতঙ্কে তিনি পালিয়ে যান এবং পরে আশেপাশের বাড়ি ও গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতির উপর দমকলের কড়া নজরদারি রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Fire Accident: মধ্যরাতে আগুনে আতঙ্ক, দাউ দাউ করে জ্বলল অক্সিজেন সিলিন্ডারের গোডাউন! ঘটনাস্থলে দমকলের ২০ ইঞ্জিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল