TRENDING:

Arabul Islam: সপুত্র আরাবুলের বিরুদ্ধে এফআইআর, আইএসএফ কর্মী হত্যাকাণ্ডে বিপাকে তৃণমূল নেতা

Last Updated:

প্রথম থেকেই অশান্তির ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল আরাবুল এবং তাঁর দলবলের বিরুদ্ধে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাঙড়: ভাঙড়ে আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লার খুনের ঘটনায় এফআইআর দায়ের হল তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে। এফআইআর দায়ের হয়েছে আরাবুলের ছেলে হাকিমুল ইসলাম সহ মোট কুড়ি জন তৃণমূল নেতা ও কর্মীর বিরুদ্ধে। রবিবার রাতে নিহত আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লার বাবা কুতুবুদ্দিন মোল্লা কাশীপুর থানায় আরাবুল, হাকিমুল সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷
ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম৷
ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম৷
advertisement

মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়৷ গত ১৫ জুন ভাঙড়ে অশান্তি চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লার৷ এ ছাড়াও আরও দু জন প্রাণ হারান৷ খোদ তৃণমূলনেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ভাঙড়ে শাসক দলের দুই কর্মী নিহত হয়েছেন৷

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে খরচ কত হতে পারে? রাজ্য নির্বাচন কমিশনের আঁতকে ওঠার মতো পরিসংখ্য়ান

advertisement

যদিও শাসক শিবিরের এই দাবি মানতে নারাজ আইএসএফ৷ প্রথম থেকেই অশান্তির ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল আরাবুল এবং তাঁর দলবলের বিরুদ্ধে৷ তৃণমূল নেতার গাড়িও ভাঙচুর করা হয় ভাঙড়ে৷ হাকিমুল ইসলামের গাড়িতে বোমা মেলারও অভিযোগ ওঠে৷

আরাবুল সহ অভিযুক্তদের বিরুদ্ধে খুন, অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ যদিও আরাবুল ইসলাম এ দিন দাবি করেন,  ‘কোনও মারপিট, গন্ডগোলে আরাবুল ইসলাম বা তার ছেলেরা ছিল না৷ ওদের লোকের গুলিতে ওই ছেলেটি যেমন মারা গিয়েছে, তেমনই আমাদের দু জন মারা গিয়েছে৷ নওশাদ সিদ্দিকি এবং আইএসএফ নেতৃত্ব আরাবুল ইসলাম, হাকিমুল ইসলামকে ফাঁসানোর জন্য এই অভিযোগ করছে৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শেষ পর্যন্ত রবিবার রাতে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন নিহত আইএসএফ কর্মীর বাবা৷ আরাবুল ইসলাম অবশ্য দাবি করেছেন, তিনি বা তাঁর ছেলে কোনও ভাবেই এই খুনের সঙ্গে যুক্ত নন৷ ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না বলেও দাবি করেছেন আরাবুল৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Arabul Islam: সপুত্র আরাবুলের বিরুদ্ধে এফআইআর, আইএসএফ কর্মী হত্যাকাণ্ডে বিপাকে তৃণমূল নেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল