TRENDING:

Nirmala Sitharaman: ‘পুজোয় যত খুশি রসগোল্লা খান, বিক্রি করুন’, কলকাতায় খোশমেজাজে নির্মলা! নয়া GST নিয়েও বড় ঘোষণা অর্থমন্ত্রীর

Last Updated:

Nirmala Sitharaman: পুজোয় যত খুশি রসগোল্লা খান, বিক্রি করুন। বাঙালিকে মজা করে বললেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দুধ, পনির, দইয়ের জিএসটি ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্যে আনা হয়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ‘পরবর্তী প্রজন্মের GST সংস্কার কমিটি’র অনুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতা আসেন। জাতীয় গ্রন্থাগারের ভাষাভবনে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সন্ধ্যাতেই দিল্লি ফিরে যান তিনি। ৫৬-তম GST কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী পণ্য ও পরিষেবা কর হারে পরিবর্তনের কথা ঘোষণা করেন। তারপর এই প্রথম তাঁর কলকাতা সফর। আগামী ২২ তারিখ থেকে কোর কাঠামোয় নতুন এই হার কার্যকর হতে চলেছে।
‘পুজোয় যত খুশি রসগোল্লা খান, বিক্রি করুন’, কলকাতায় খোশমেজাজে নির্মলা! নয়া GST নিয়েও বড় ঘোষণা অর্থমন্ত্রীর
‘পুজোয় যত খুশি রসগোল্লা খান, বিক্রি করুন’, কলকাতায় খোশমেজাজে নির্মলা! নয়া GST নিয়েও বড় ঘোষণা অর্থমন্ত্রীর
advertisement

এদিন নির্মলা দ্বিতীয় প্রজন্মের জিএসটির সুবিধা বোঝাতে বলেন, ’’এটি চালু করার অনেক দিন ভাবা হয়েছিল। কিন্তু, প্রধানমন্ত্রী মোদী পিতৃপক্ষের জন্য দিন পিছিয়ে দেন। আমরা ঠিক করি, বাংলার তথা দেশের সর্ববৃহৎ উৎসব পুজোর আগেই চালু করা হবে নেক্সট জেন জিএসটি।’’

আরও পড়ুন: এরই নাম ভারত! অতিরিক্ত ২৫% ট‍্যারিফ তুলে নেবে আমেরিকা! দেশের প্রধান আর্থিক উপদেষ্টার বড় দাবি, সমীকরণ বদলে গেল হঠাৎ?

advertisement

যাতে মাত্র দুটি স্তরের জিএসটির পুরোপুরি সুবিধা তুলতে পারেন বাংলা-সহ সাধারণ মানুষ। পাওয়ার পাওয়ার পয়েন্ট প্রজেক্টের মাধ্যমে তিনি স্তরে স্তরে বুঝিয়ে দেন কেন্দ্রের পদক্ষেপের দিকগুলি। ‘‘পুজোয় যত খুশি রসগোল্লা খান, বিক্রি করুন’’, বাঙালিকে মজা করে বললেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দুধ, পনির, দইয়ের জিএসটি ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্যে আনা হয়েছে। পনির শব্দটি বলে একগাল হাসলেন নির্মলা। বললেন, ‘‘পনির। বেঙ্গল, পনির থেকে সমস্ত কর তুলে নেওয়া হয়েছে। পুজো শুরু করুন আনন্দে, হাসিমুখে। যত খুশি রসমালাই আর রসগোল্লা খান।’’

advertisement

বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানের জটিল অর্থনীতির ঘোরপ্যাঁচের মধ্যেও হালকা মেজাজে বাংলার মানুষকে জিএসটির উপহার ব্যাখ্যা করেন সীতারমণ। পুজোর মুখে বাংলার মানুষকে কেনাকাটায় বিশাল সুবিধা দেওয়ার জন্যই পিতৃপক্ষের শেষে মহালয়া কেটে গেলেই দেশজুড়ে পরবর্তী প্রজন্মের জিএসটি চালু হতে চলেছে।

আরও পড়ুন: রান্নাঘরে নুন, লঙ্কা পাশাপাশি রেখেছেন? সর্বনাশ! বাস্তুমতে সংসারে কী প্রভাব পড়ছে জানেন? কোন কোন জিনিস একসঙ্গে রাখতে নেই? এখনই জানুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছা অনুসারেই এই দিনটিকে অর্থাৎ নবরাত্রির সূচনায় জিএসটি চালু হচ্ছে। ফলে বাংলার নবপ্রজন্মের ছেলেমেয়েরা নিজের ইচ্ছেমতো কেনাকাটা করতে পারবে। উনডো শপিংয়ে নিজেদের বদ্ধ না রেখে প্রাণ খুলে পছন্দের জিনিস কিনতে পারবে। বৃহস্পতিবার কলকাতার জাতীয় গ্রন্থাগার ভাষা ভবনে নেক্সট জেন জিএসটি শীর্ষক এক আলোচনাসভায় একথা বলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Nirmala Sitharaman: ‘পুজোয় যত খুশি রসগোল্লা খান, বিক্রি করুন’, কলকাতায় খোশমেজাজে নির্মলা! নয়া GST নিয়েও বড় ঘোষণা অর্থমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল