India-US: এরই নাম ভারত! অতিরিক্ত ২৫% ট‍্যারিফ তুলে নেবে আমেরিকা! দেশের প্রধান আর্থিক উপদেষ্টার বড় দাবি, সমীকরণ বদলে গেল হঠাৎ?

Last Updated:
US Tariffs On India: ভারত এবং আমেরিকার ট‍্যারিফ যুদ্ধের কী অবশেষে অবসানের পথে? খানিকটা তেমনই ইঙ্গিত দিলেন দেশের প্রধান আর্থিক উপদেষ্টা (চিফ ইকোনোমির অ্যাডভাইজার) ভি অনন্ত নাগেশ্বরন।
1/9
ভারত এবং আমেরিকার ট‍্যারিফ যুদ্ধের কী অবশেষে অবসানের পথে? খানিকটা তেমনই ইঙ্গিত দিলেন দেশের প্রধান আর্থিক উপদেষ্টা (চিফ ইকোনোমির অ্যাডভাইজার) ভি অনন্ত নাগেশ্বরন।
ভারত এবং আমেরিকার ট‍্যারিফ যুদ্ধের কী অবশেষে অবসানের পথে? খানিকটা তেমনই ইঙ্গিত দিলেন দেশের প্রধান আর্থিক উপদেষ্টা (চিফ ইকোনোমির অ্যাডভাইজার) ভি অনন্ত নাগেশ্বরন।
advertisement
2/9
তিনি জানিয়েছেন, অতিরিক্ত ২৫% মার্কিন শুল্কের বিষয়টি আগামী কয়েক মাসের মধ্যে সমাধান হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দুই দেশের মধ‍্যে যে এই বিষয়ে ক্রমাগত আলোচনা হয়ে চলেছে তাও স্পষ্ট করলেন ভি অনন্ত নাগেশ্বরন।
তিনি জানিয়েছেন, অতিরিক্ত ২৫% মার্কিন শুল্কের বিষয়টি আগামী কয়েক মাসের মধ্যে সমাধান হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দুই দেশের মধ‍্যে যে এই বিষয়ে ক্রমাগত আলোচনা হয়ে চলেছে তাও স্পষ্ট করলেন ভি অনন্ত নাগেশ্বরন।
advertisement
3/9
বৃহস্পতিবার কলকাতার একটি অনুষ্ঠানে বক্তব‍্য রাখার সময় চিফ ইকোনোমির অ্যাডভাইজার জানালেন, ‘‘আমার কাছে কোনও ভিতরের তথ্য নেই, তবে আগামী কয়েক মাসের মধ্যে অতিরিক্ত ২৫% মার্কিন শুল্কের সমাধান আশা করছি। ৮-১০ সপ্তাহের মধ্যেই আমেরিকার আরোপ করা অতিরিক্ত শাস্তিমূলক শুল্কের সমাধান দেখা যাবে। ভারত এবং আমেরিকার মধ‍্যে কথাবার্তা চলছে।’’
বৃহস্পতিবার কলকাতার একটি অনুষ্ঠানে বক্তব‍্য রাখার সময় চিফ ইকোনোমির অ্যাডভাইজার জানালেন, ‘‘আমার কাছে কোনও ভিতরের তথ্য নেই, তবে আগামী কয়েক মাসের মধ্যে অতিরিক্ত ২৫% মার্কিন শুল্কের সমাধান আশা করছি। ৮-১০ সপ্তাহের মধ্যেই আমেরিকার আরোপ করা অতিরিক্ত শাস্তিমূলক শুল্কের সমাধান দেখা যাবে। ভারত এবং আমেরিকার মধ‍্যে কথাবার্তা চলছে।’’
advertisement
4/9
শুধু তাই নয়, তিনি আরও জানালেন ভারতের রেসিপ্রোকাল ট‍্যারিফ বা পারস্পারিক শুল্ক কমে ‘‘১০% এবং ১৫% এর মধ‍্যে হতে পারে’’।
শুধু তাই নয়, তিনি আরও জানালেন ভারতের রেসিপ্রোকাল ট‍্যারিফ বা পারস্পারিক শুল্ক কমে ‘‘১০% এবং ১৫% এর মধ‍্যে হতে পারে’’।
advertisement
5/9
দেশের প্রধান আর্থিক উপদেষ্টার দাবি সত‍্যি হলে তা দেশের রপ্তানিকারকদের জন্য বড় স্বস্তির খবর হতে চলেছে। বানিজ‍্য যুদ্ধকে কেন্দ্র করে তলানিতে ঠেকেছে ভারত-আমেরিকা সম্পর্ক।
দেশের প্রধান আর্থিক উপদেষ্টার দাবি সত‍্যি হলে তা দেশের রপ্তানিকারকদের জন্য বড় স্বস্তির খবর হতে চলেছে। বানিজ‍্য যুদ্ধকে কেন্দ্র করে তলানিতে ঠেকেছে ভারত-আমেরিকা সম্পর্ক।
advertisement
6/9
ট‍্যারিফ সমস‍্যা মিটলে ফের দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলেই বিশ্বাস বিশেষজ্ঞদের। ট‍্যারিফ কমালে ভারতের স্টিল, অ্যালুমিনিয়াম এবং অন্যান্য দ্রব‍্য আমেরিকার বাজারে প্রবেশ আরও সহজ হবে।
ট‍্যারিফ সমস‍্যা মিটলে ফের দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলেই বিশ্বাস বিশেষজ্ঞদের। ট‍্যারিফ কমালে ভারতের স্টিল, অ্যালুমিনিয়াম এবং অন্যান্য দ্রব‍্য আমেরিকার বাজারে প্রবেশ আরও সহজ হবে।
advertisement
7/9
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর ভারতের চিফ ট্রেড নেগোশিয়েটর এবং বাণিজ্য মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি রাজেশ আগরওয়াল আমেরিকার দক্ষিণ এবং মধ‍্য এশিয়ার বাণিজ‍্য প্রতিনিধি (সাউথ এবং সেন্ট্রাল এশিয়ার ট্রেড রিপ্রেজেন্টেটিভ) ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক করেন।
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর ভারতের চিফ ট্রেড নেগোশিয়েটর এবং বাণিজ্য মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি রাজেশ আগরওয়াল আমেরিকার দক্ষিণ এবং মধ‍্য এশিয়ার বাণিজ‍্য প্রতিনিধি (সাউথ এবং সেন্ট্রাল এশিয়ার ট্রেড রিপ্রেজেন্টেটিভ) ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক করেন।
advertisement
8/9
নয়াদিল্লিতে একদিনের জন‍্য ট‍্যারিফ সংক্রান্ত আলোচনায় যোগ দিতেই আসেন লিঞ্চ। দুই দেশের বানিজ‍্য নিয়ে মুখোমুখি আলোচনা ট‍্যারিফ সমস‍্যা শুরু হওয়ার পর এই প্রথম। ফলে দুয়ে দুয়ে চার করে এই বৈঠক ভি অনন্ত নাগেশ্বরনের বক্তব‍্যকে আরও ইঙ্গিতবাহী করে তুলেছে।
নয়াদিল্লিতে একদিনের জন‍্য ট‍্যারিফ সংক্রান্ত আলোচনায় যোগ দিতেই আসেন লিঞ্চ। দুই দেশের বানিজ‍্য নিয়ে মুখোমুখি আলোচনা ট‍্যারিফ সমস‍্যা শুরু হওয়ার পর এই প্রথম। ফলে দুয়ে দুয়ে চার করে এই বৈঠক ভি অনন্ত নাগেশ্বরনের বক্তব‍্যকে আরও ইঙ্গিতবাহী করে তুলেছে।
advertisement
9/9
প্রথমে ট‍্যারিফ বাড়িয়ে ২৫%। পরে রাশিয়ার তেল কেনায় শাস্তিমূলক ট‍্যারিফ বাড়িয়ে আরও ২৫%। মোট ৫০ শতাংশ ট‍্যারিফের বোঝা ভারতের বেশ কিছু দ্রব‍্যের উপর চাপিয়েছে আমেরিকা। দু'দফার ট‍্যারিফের  সবচেয়ে বেশি প্রভাব টেক্সটাইলস, ইঞ্জিনিয়ারিং গুডস এবং ফুড প্রোডাক্টসের মতো লেবার-ইনটেনসিভ সেক্টরগুলিতে পড়েছে।
প্রথমে ট‍্যারিফ বাড়িয়ে ২৫%। পরে রাশিয়ার তেল কেনায় শাস্তিমূলক ট‍্যারিফ বাড়িয়ে আরও ২৫%। মোট ৫০ শতাংশ ট‍্যারিফের বোঝা ভারতের বেশ কিছু দ্রব‍্যের উপর চাপিয়েছে আমেরিকা। দু'দফার ট‍্যারিফের সবচেয়ে বেশি প্রভাব টেক্সটাইলস, ইঞ্জিনিয়ারিং গুডস এবং ফুড প্রোডাক্টসের মতো লেবার-ইনটেনসিভ সেক্টরগুলিতে পড়েছে।
advertisement
advertisement
advertisement