India-US: এরই নাম ভারত! অতিরিক্ত ২৫% ট্যারিফ তুলে নেবে আমেরিকা! দেশের প্রধান আর্থিক উপদেষ্টার বড় দাবি, সমীকরণ বদলে গেল হঠাৎ?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
US Tariffs On India: ভারত এবং আমেরিকার ট্যারিফ যুদ্ধের কী অবশেষে অবসানের পথে? খানিকটা তেমনই ইঙ্গিত দিলেন দেশের প্রধান আর্থিক উপদেষ্টা (চিফ ইকোনোমির অ্যাডভাইজার) ভি অনন্ত নাগেশ্বরন।
advertisement
advertisement
বৃহস্পতিবার কলকাতার একটি অনুষ্ঠানে বক্তব‍্য রাখার সময় চিফ ইকোনোমির অ্যাডভাইজার জানালেন, ‘‘আমার কাছে কোনও ভিতরের তথ্য নেই, তবে আগামী কয়েক মাসের মধ্যে অতিরিক্ত ২৫% মার্কিন শুল্কের সমাধান আশা করছি। ৮-১০ সপ্তাহের মধ্যেই আমেরিকার আরোপ করা অতিরিক্ত শাস্তিমূলক শুল্কের সমাধান দেখা যাবে। ভারত এবং আমেরিকার মধ‍্যে কথাবার্তা চলছে।’’
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রথমে ট‍্যারিফ বাড়িয়ে ২৫%। পরে রাশিয়ার তেল কেনায় শাস্তিমূলক ট‍্যারিফ বাড়িয়ে আরও ২৫%। মোট ৫০ শতাংশ ট‍্যারিফের বোঝা ভারতের বেশ কিছু দ্রব‍্যের উপর চাপিয়েছে আমেরিকা। দু'দফার ট‍্যারিফের সবচেয়ে বেশি প্রভাব টেক্সটাইলস, ইঞ্জিনিয়ারিং গুডস এবং ফুড প্রোডাক্টসের মতো লেবার-ইনটেনসিভ সেক্টরগুলিতে পড়েছে।