নিপা আক্রান্ত সন্দেহে মুর্শিদাবাদ জেলার তিনজন বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন। রুটি-রুজির টানে কেরল, তামিলনাড়ুতে কাজে যাওয়া অন্য শ্রমিকদের পরিবারও এখন আতঙ্কে ভুগছে। ঘরের লোককে কাছে ফিরে পাওয়ার আকুতি সকলের চোখে-মুখে।
রেজিনগর, ডোমকল, হরিহরপাড়া, নওদা-সহ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার মানুষ কাজের তাগিদে দেশের নানা প্রান্তে রয়েছেন। তাঁদের মধ্যে দক্ষিণ ভারতে থাকা লোকজনের সংখ্যাও নেহাত কম নয়। বেশিরভাগই নির্মাণকাজের সঙ্গে যুক্ত। আর এইসব পরিবারের সদস্যদেরই এখন রাতের ঘুম উড়েছে। কারণ আতঙ্কের নাম নিপা।
advertisement
কারও সন্তান, কারও স্বামী তো কারও বাবা। অভাবের সংসারে হাসি ফোটাতে মাসের পর মাস ঘরের বাইরে থাকতে হয় এইসব পরিবারের রোজগেরে ব্যক্তিকে। কিন্তু, গত কয়েকদিনের নিপা আতঙ্কে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। মন চায়, বাইরে না থেকে গ্রামে ফিরে আসুক ঘরের ছেলে। তবে রোজগারের পথ বন্ধ হয়ে যাবে ভেবে, সেই আশাও ছাড়তে হয়েছে। ফোনে কথা বলেই, মনকে সান্ত্বনা দিতে হয়।
সকলেই যেন সুস্থ-সবল থাকে, সেই দুয়াই করছেন হতদরিদ্র মানুষগুলো। এদিকে, জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, অহেতুক আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। প্রশাসন সবরকম পরিস্থিতি মোকাবিলায় তৈরি।