সূত্রের খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ডেকে পাঠিয়ে সতর্ক করা হয়েছে ইলেক্ট্ররাল রেজিস্ট্রেশন অফিসারদের। তিন জেলার তিন বিধানসভার ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসারকে ডেকে সতর্ক করল সিইও দফতর। ভোটার তালিকায় থাকা ১১০ জনের নথি যথাযথ দেখেননি ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। নমুনা সমীক্ষার সময় এই তথ্য ধরা পড়ায় ডাকা হয় ওই তিন অফিসারকে।
advertisement
আরও পড়ুন: ব্যাঙ্ককের বাজারে বন্দুুকবাজের এলোপাথাড়ি গুলি, মৃত ৬! থাইল্যান্ড-কম্বো়ডিয়া সংঘাতের জের?
পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা, দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর বিধানসভা ও উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাটে এই তথ্য ধরা পড়েছে বলেই মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতর সূত্রে খবর। তথ্য পরীক্ষার সময় কেন এত ভুল? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে আধিকারিকদের প্রশ্নের মুখে এই তিন সরকারি অফিসার।