অভিযুক্ত ওই ব্যক্তি বলেন, বিধাননগর পুলিশ কমিশনারেটে তিনি রয়েছেন ৷ স্বভাবতই সন্দেহ হয় ট্র্যাফিক সার্জেন্টের ৷ সার্জেন্টের জিজ্ঞাসাবাদে উঠে আসে যে ওই ব্যক্তি আসলে ভুয়ো পুলিশ ৷ কোনও রকম সঠিক প্রমাণ তিনি দেখাতে পারেননি ৷ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে।
advertisement
যাদবপুর ট্র্যাফিক গার্ডের এক কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট ডিউটি করার সময় ওই বাইক আরোহীকে ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আটকান ৷ ওই ব্যক্তি নিজেকে বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্মী হিসেবে পরিচয় দেন ৷ কিন্তু পুলিশ পরিচয় দিলেও তার সপক্ষে কোনও তথ্য প্রমাণ দেখাতে পারেনি ৷ যাদবপুর থানায় এরপর অভিযোগ দায়ের করেন ওই কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্ট ৷ তারপরেই গ্রেফতার করা হয় ব্যক্তিকে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 12:19 PM IST