আগের গুরুত্বপূর্ণ এই তথ্য অনুযায়ী ফের ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। অভিযুক্ত মালদহের বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা হলেও তার থেকে উদ্ধার হয় ৮৬ টি পাঁচশো টাকায় জাল নোট, সেই তেতাল্লিশ হাজার টাকা জাল সহ গ্রেফতার হয় ফের মালদহের বাসিন্দা সেলিম শেখ। অভিযোগ সেলিম শেখ রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া ব্রিজের উপর থেকে গন্তব্যস্থলে যাবার সময়ই আটক হয়।
advertisement
আরও পড়ুন: সামনেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল, বিপুল চমক এবার! বাংলার ভাগ্যে কী?
শুক্রবার সন্ধ্যা ৫ টা বেজে ৫ মিনিটে আটক করে সেলিম শেখকে জিজ্ঞেস করা শুরু হয়, কথায় একাধিক অসঙ্গতি থাকা ও উদ্ধার হওয়া টাকার নির্দিষ্ট প্রমাণ না দেখাতে পারায় শুক্রবার সাতটায় গ্রেফতার করা হয়। শনিবার অভিযুক্ত সেলিম শেখকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে আগামী ২৫ শে জানুয়ারী পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
আরও পড়ুন: ১৭ ঘণ্টা পর শিয়ালদহে পৌঁছল রাজধানী এক্সপ্রেস! কী হয়েছিল ঠিক? কারণ শুনলে শিউরে উঠবেন
যদিও তদন্তকারীদের অনুমান, মালদার বেশ কিছু বাসিন্দা জাল নোট নিয়ে শহরে এসে তা খোলা বাজারে ছড়িয়ে দিতে যেতে চাইছে, তারা কে বা কারা? এই চক্র হটাৎ করে এতটা সক্রিয় হবার নেপথ্যের কারন কি? জাল নোট মালদার কোথায় তৈরি হচ্ছে? কে বা কারা এই জাল নোট তৈরিতে কাজ করছে? এই ধরনের একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।