আবগারি দফতর সূত্রের খবর, বেশ কয়েকটি মদের দোকান থেকেই এই অভিযোগ আসে দফতরের আধিকারিকদের কাছে। তারপরেই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। আবগারি দফতর সূত্রে খবর, মূলত ওই নির্দিষ্ট ব্র্যান্ডের হুইস্কি কীভাবে নকল হচ্ছে, দোকানে নকল মদ দিয়ে দেওয়া হচ্ছে, প্রস্তুতকারক সংস্থার থেকে আনার সময় নকল হচ্ছে নাকি যে জায়গায় তৈরি হচ্ছে সেখানেই নকল মদ তৈরি হচ্ছে? গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্যই এই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজ্যের আবগারি দফতর। সূত্রের খবর, আবগারি ডাইরেক্টরের সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ অভিষেক মিত্রের অধীনে এই ৫ সদস্য তদন্ত কমিটির গঠন করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: স্ত্রী, শ্বশুর শাশুড়িকে হত্যা! ৯ মাসের সন্তান কোলে থানায় যুবক, প্রেমের নির্মম পরিণতি অসমে
ইতিমধ্যেই তারা বিভিন্ন দোকানে দোকানে অভিযান শুরু করেছেন বলেই জানা গিয়েছে।যে ব্যাচ নম্বরের নকল মদ পাওয়ার অভিযোগ উঠেছে সেই ব্যাচ নম্বরের মদ আর কোথায় কোথায় রয়েছে একটি নির্দিষ্ট ব্র্যান্ডের হুইস্কির ক্ষেত্রে তা খোঁজার জন্যই অভিযান শুরু করেছে আফগারি দফতরের এই পাঁচ সদস্য তদন্ত কমিটি। তদন্ত কমিটিতে ডেপুটি এক্সসাইজ কালেক্টর, সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ পর্যায়ের তিনজন আধিকারিককে রাখা হয়েছে। আবগারি দফতর সূত্রে খবর, আপাতত এই মদ বিক্রি বন্ধ করার কথা না বলা হলেও গোটা বিষয়টি খতিয়ে দেখতে চাইছে তারা।
শুধু তাই নয় বিভিন্ন অফ শপ ও অন শপকেও বলা হচ্ছে যাতে এই মদ বিক্রির ক্ষেত্রে বিশেষভাবে নজরদারি রাখা হয়। এই মদ বিক্রির ক্ষেত্রে কোথাও কোনও সন্দেহের বিষয় তৈরি হলে সঙ্গে সঙ্গে আবগারি দফতরকে জানানোর কথা বলা হয়েছে বলেও সূত্রের খবর। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন খোদ এক্সাইজ কমিশনার। এক্সাইজ কমিশনারের পক্ষ থেকে আজই তদন্ত কমিটি গঠনের এই নির্দেশিকা জারি করা হয়েছে।
কলকাতার আধিকারিকদের নিয়ে এই তদন্ত কমিটি গঠন করার কথা উল্লেখ করা হলেও বিভিন্ন জেলায় জেলায়ও এই ব্র্যান্ডের মদ বিক্রি নিয়ে নজরদারি করা হচ্ছে বলেও জানা গিয়েছে। মূলত যে ব্যাচ নম্বরে মদ নিয়ে অভিযোগ উঠে এসেছে সেই ব্যাচ নম্বরের মদ কোথায় কোথায় তৈরি হয়েছে সেই সম্পর্কেই বিস্তারিত তথ্য পেতে চান আবগারি দফতরের তদন্ত কমিটির সদস্যরা। আবগারি দফতর সূত্রে খবর, জরুরি ভিত্তিতে এই বিষয় নিয়ে আবগারি দফতরের তদন্ত কমিটিকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।