Assam Love Jihad: স্ত্রী, শ্বশুর শাশুড়িকে হত্যা! ৯ মাসের সন্তান কোলে থানায় যুবক, অসমে লভ জিহাদ।

Last Updated:
অভিযুক্ত নাজিবুর রহমান।
অভিযুক্ত নাজিবুর রহমান।
গুয়াহাটি: করোনা অতিমারির মধ্যে সিনেমা চিত্রনাট্যের মতোই শুরু হয়েছিল এই প্রেম কাহিনির৷ কিন্তু তার পরিণতি যে এমন নৃশংস হতে চলেছে, তা সম্ভবত আন্দাজ করতে পারেননি কেউই৷ অসমের গোলাঘাট জেলায় এক যুবকের হাতে তাঁর স্ত্রী, শ্বশুর-শাশুড়ির হত্যার ঘটনা নাড়িয়ে দিেয়ছে গোটা রাজ্যকে৷ তিন জনকে খুনের পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ২৫ বছর বয়সি নাজিবুর রহমান৷ যখন সে থানায় গিয়ে আত্মসমর্পণ করছে, তখন নাজিবুরের কোলে তাঁর কোলে ৯ মাসের পুত্রসন্তান৷
জানা গিয়েছে, নিহত চব্বিশ বছর বয়সি ওই তরুণীর নাম সঙ্ঘমিত্রা ঘোষ৷ পুলিশ জানিয়েছে, ২০২০ সালে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব হয় নাজিবুর এবং সঙ্ঘমিত্রার৷ কয়েকদিনের মধ্যেই তা প্রেমে পরিণত হয়৷ ২০২০ সালের অক্টোবর মাসে দু জনে কলকাতায় পালিয়ে আসেন৷
advertisement
advertisement
এর পরে অবশ্য সঙ্ঘমিত্রার বাবা মা সঞ্জীব ঘোষ এবং ঝুনু ঘোষ তাঁদের মেয়েকে বাড়ি ফিরিয়ে আনেন৷ কিন্তু ততদিনে কলকাতার একটি আদালতে নাজিবুর এবং সঙ্ঘমিত্রার বিয়ে হয়ে গিয়েছে৷ ২০২১ সােল সঙ্ঘমিত্রার বাবা মা পুলিশে মেয়ের বিরুদ্ধেই চুরির অভিযোগ দায়ের করেন৷ যার ভিত্তিতে সঙ্ঘমিত্রাকে গ্রেফতারও করে পুলিশ৷ প্রায় একমাস জেলে থাকতে হয় ওই তরুণীকে৷ জামিন পাওয়ার পর সঙ্ঘমিত্রা তাঁর বাবা মায়ের কাছেই অবশ্য ফিরে যান৷
advertisement
২০২২ সালের জানুয়ারি ফের নাজিবুর এবং সঙ্ঘমিত্রা চেন্নাইয়ে পালিয়ে যান৷ এর পর তাঁরা যখন গোলাঘাটে ফিরে আসেন, তখন সঙ্ঘমিত্রা অন্তঃসত্ত্বা৷ তখন নাজিবুরের বাড়িেতই থাকতে শুরু করেন সঙ্ঘমিত্রা৷ ২০২২ সালের নভেম্বর মাসে ওই দম্পতির এক পুত্রসন্তান হয়৷
চলতি বছরের মার্চ মাসে ছেলেকে নিয়ে নাজিবুরের বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন সঙ্ঘমিত্রা৷ পুলিশের কাছে নাজিবুরের বিরুদ্ধে তাঁকে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন সঙ্ঘমিত্রা৷ নাজিবুরের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয় এবং তাকে গ্রেফতারও করা হয়৷ ২৮ দিন বাদে জামিন পায় নাজিবুর৷ স্বামীর বাড়ি ছেড়ে এসে নিজের বাবা মায়ের কাছে থাকতে শুরু করেন সঙ্ঘমিত্রা৷
advertisement
জেল থেকে বেরিয়ে এসে নিজের সন্তানের সঙ্গে দেখা করতে চায় নাজিবুর৷ কিন্তু সঙ্ঘমিত্রার পরিবার তাতে বাধা দেয়৷ ২৯ এপ্রিল নাজিবুরের ভাই থানায় অভিযোগ দায়ের করে সঙ্ঘমিত্রার পরিবারের বিরুদ্ধে নাজিবুরকে হেনস্থার অভিযোগ আনেন৷
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Assam Love Jihad: স্ত্রী, শ্বশুর শাশুড়িকে হত্যা! ৯ মাসের সন্তান কোলে থানায় যুবক, অসমে লভ জিহাদ।
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement