TRENDING:

Fraud Arrest: ভুয়ো আয়কর অফিসার সেজে এবার ফোন পুলিশ কমিশনারকে, দিল্লি থেকে গ্রেফতার এক

Last Updated:

জালিয়াতির শিকড় এখন বিস্তৃত গোটা দুনিয়াতেই। সেই জালিয়াতির শিকার হন সাধারণ মানুষ। এবার বাদ গেলেন না খোদ কলকাতার পুলিশ কমিশনারও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জালিয়াতির শিকড় এখন বিস্তৃত গোটা দুনিয়াতেই। সেই জালিয়াতির শিকার হন সাধারণ মানুষ। এবার বাদ গেলেন না খোদ কলকাতার পুলিশ কমিশনারও। খোদ তাঁরই অফিসে ভুয়ো ইনকাম ট্যাক্স অফিসার হিসাবে পরিচয় দিয়ে ফোন আসে। দিন পনের আগে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে জাভেদ নামের ওই ব্যক্তি নিজেকে ইনকাম ট্যাক্স অফিসার পরিচয় দিয়ে ফোন করে। তাতেই শোরগোল শুরু হয়ে যায় ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুন: পুর এলাকার মন বুঝতে শুরু প্রস্তুতি, বাকি থাকা পুরসভার নির্বাচন কি আগামী বছরেই? 

সূত্রের খবর, বেশ কিছুদিন আগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া এক অভিযুক্তকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়। একইসঙ্গে ওই মামলা মিটিয়ে নেওয়ার কথা বলেন ওই ভুয়ো ইনকাম ট্যাক্স অফিসার। এরপরেই নড়েচড়ে বসে লালবাজার। কে তিনি, আসল উদ্দেশ্য কী, ঠিক করতে চাইছেন, পিছনে বড় কোনও অভিসন্ধি আছে কিনা তা নিয়ে খোঁজখবর শুরু করে দেন লালবাজারের কর্তারা। মোবাইল নম্বরের সূত্র ধরে শুরু হয় খোঁজখবর।

advertisement

আরও পড়ুন: টালবাহানার দিন শেষ অফিসারদের! সরকারি পরিকাঠামো নজরদারিতে আনা হচ্ছে অ্যাপ!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মোবাইল নম্বরের সূত্র ধরে জানা যায় অভিযুক্ত দিল্লিতে রয়েছেন। এরপরেই দিল্লি থেকে অভিযুক্ত জাভেদকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দারা। লালবাজার সূত্রে খবর, এই প্রথম নয়। এর আগেও এইধরনের একাধিক অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। বিহার, ওড়িশা, অসম-সহ বিভিন্ন রাজ্যে ভুয়ো পরিচয় দিয়ে ফোন করে এই জাভেদ। বর্তমানে তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Fraud Arrest: ভুয়ো আয়কর অফিসার সেজে এবার ফোন পুলিশ কমিশনারকে, দিল্লি থেকে গ্রেফতার এক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল