আরও পড়ুন: পুর এলাকার মন বুঝতে শুরু প্রস্তুতি, বাকি থাকা পুরসভার নির্বাচন কি আগামী বছরেই?
সূত্রের খবর, বেশ কিছুদিন আগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া এক অভিযুক্তকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়। একইসঙ্গে ওই মামলা মিটিয়ে নেওয়ার কথা বলেন ওই ভুয়ো ইনকাম ট্যাক্স অফিসার। এরপরেই নড়েচড়ে বসে লালবাজার। কে তিনি, আসল উদ্দেশ্য কী, ঠিক করতে চাইছেন, পিছনে বড় কোনও অভিসন্ধি আছে কিনা তা নিয়ে খোঁজখবর শুরু করে দেন লালবাজারের কর্তারা। মোবাইল নম্বরের সূত্র ধরে শুরু হয় খোঁজখবর।
advertisement
আরও পড়ুন: টালবাহানার দিন শেষ অফিসারদের! সরকারি পরিকাঠামো নজরদারিতে আনা হচ্ছে অ্যাপ!
মোবাইল নম্বরের সূত্র ধরে জানা যায় অভিযুক্ত দিল্লিতে রয়েছেন। এরপরেই দিল্লি থেকে অভিযুক্ত জাভেদকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দারা। লালবাজার সূত্রে খবর, এই প্রথম নয়। এর আগেও এইধরনের একাধিক অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। বিহার, ওড়িশা, অসম-সহ বিভিন্ন রাজ্যে ভুয়ো পরিচয় দিয়ে ফোন করে এই জাভেদ। বর্তমানে তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।