পুলিশ সূত্রে খবর, একটি সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালানো হয়। সূত্র অনুযায়ী পুলিশ জানতে পারে সেক্টর ফাইভে অফিস খুলে বিদেশী নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা করছে ভুয়ো কল সেন্টারের বেশ কয়েকজন।
আরও পড়ুন: ঠিক কী ঘটেছিল পহেলগাঁওতে? বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর বাড়িতে পৌঁছল NIA, শুরু জিজ্ঞাসাবাদ
advertisement
সেই খবর পেয়ে তদন্তে নেমে ওই অফিসের খোঁজ পায় তাঁরা। সেখানে হানা দিয়ে মোট চার জনকে গ্রেফতার করা হয়। আজ তাদের বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে।
আরও পড়ুন: আজই ফাইনাল পরীক্ষা! সবুজ সঙ্কেত পেলেই বৌবাজারে সুড়ঙ্গ পথে ছুটবে ইস্ট ওয়েস্ট মেট্রো
এর আগেও শহরের বুকে এমনই ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস করেছিল পুলিশ। সেবার লেক টাউন থানা এলাকার শ্রীভূমির একটি বাড়ি থেকে এমন এক কল সেন্টারের হদিশ পাওয়া যায়। সেই সময় জানা যায় ২৮ থেকে ২৯ টি ল্যাপটপ ও কম্পিউটার নিয়েই এই গোটা কাজ চালানো হত। মূলত ইন্টারন্যাশনাল কল সেন্টারের নাম ভাঁড়িয়ে কাজ চালানো হত। ফিন ল্যান্ড ও ফ্রান্সের আই পি অ্যাড্রেস নিয়ে অস্ট্রেলিয়ান নাগরিকদের ফোন করে প্রতারণা করা হত। এবার একই ধাঁচে ভুয়ো কল সেন্টারের হদিস পাওয়া গেল সল্টলেকের সেক্টর ফাইভে।