TRENDING:

Fake Call Centre: কলকাতা শহরে ফের বেআইনি কলসেন্টারের খোঁজ! অস্ট্রেলিয়ান নাগরিক সেজে প্রতারণা, পুলিশের জালে ২১ জন!

Last Updated:

কলকাতা শহরে ফের বেআইনি কলসেন্টারের হদিশ। এবার বেআইনি কলসেন্টারের খোঁজ পাওয়া গেল লেক টাউনে। আইপি অ‍্যাড্রেসের সূত্র ধরে লেকটাউনের শ্রীভূমি অঞ্চলে একটি বাড়ির হদিশ পান তদন্তকারীরা। এরপরেই ওই বাড়িতে হানা দেয় পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা শহরে ফের বেআইনি কলসেন্টারের হদিশ। এবার বেআইনি কলসেন্টারের খোঁজ পাওয়া গেল লেক টাউনে। আইপি অ‍্যাড্রেসের সূত্র ধরে লেকটাউনের শ্রীভূমি অঞ্চলে একটি বাড়ির হদিশ পান তদন্তকারীরা। এরপরেই ওই বাড়িতে হানা দেয় পুলিশ।
লেকটাউনের শ্রীভূমি এবং টালিগঞ্জ থেকে খোঁজ পাওয়া ভুয়ো কলসেন্টারের। (নিজস্ব চিত্র)
লেকটাউনের শ্রীভূমি এবং টালিগঞ্জ থেকে খোঁজ পাওয়া ভুয়ো কলসেন্টারের। (নিজস্ব চিত্র)
advertisement

লেক টাউন থানা এলাকার শ্রীভূমির একটি বাড়ি থেকে ২৮ থেকে ২৯ টি ল‍্যাপটপ ও কম্পিউটার নিয়েই এই গোটা কাজ চালানো হত। মূলত ইন্টারন‍্যাশনাল কল সেন্টারের নাম ভাঁড়িয়ে কাজ চালানো হত। ফিন ল‍্যান্ড ও ফ্রান্সের আই পি অ্যাড্রেস নিয়ে অস্ট্রেলিয়ান নাগরিকদের ফোন করে প্রতারণা করা হত বলে অভিযোগ।

আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়ার বিরাট রদবদল! বজ্রবিদ্যুৎ-বৃষ্টি কাঁপাবে বাংলা! ভিজবে কলকাতা?

advertisement

অভিযুক্তরা নিজেদের অস্ট্রেলিয়ান নাগরিক পরিচয় দিয়ে ফোন করত। সাধারণত, নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের নাম করেই চলত প্রতারণা চক্র। এই ঘটনায় ইতিমধ্যেই মোট চারজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, টালিগঞ্জ এলাকায় আরও একই ধরনের অফিস চলত। সেই অফিসও খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় লেক টাউনের শুভজিৎ সরকার,লোকনাথ দাস, বড় বাজারের বাসিন্দা মহম্মদ আলি এবং তিলজলার বাসিন্দা আকিব আলমকে গ্রেফতার করা হয়েছে।বাকি ১৭ জন জেল হেফাজতে আছেন। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হবে

advertisement

আরও পড়ুন: আবারও পিছোল রাজ্যের ডিএ মামলা! কবে ফের শুনানি? দিনক্ষণ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি এইরকমই ভুয়ো কল সেন্টারের অভিযোগে তিন জন গ্রেফতার হয়েছিল। সফিকৎ শাফি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল বেনিয়াপুকুর এলাকা থেকে। তাঁর কাছে থেকে ২৬ লক্ষ টাকা নগদ পাওয়া যায়। তাঁর ফোন বাজেয়াপ্ত করে তদন্তকারীরা দেখেন সফিকৎ ২০৪ কোটি টাকা ক্রিপ্টোকারেন্সিতে সরিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Fake Call Centre: কলকাতা শহরে ফের বেআইনি কলসেন্টারের খোঁজ! অস্ট্রেলিয়ান নাগরিক সেজে প্রতারণা, পুলিশের জালে ২১ জন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল