তদন্তকারীদের আশঙ্কা এই ভুয়ো শংসাপত্র ব্যবহার করে তৈরি হয়েছে পাসপোর্ট, সেই পাসপোর্ট চিহ্নিত করে বাতিল করার আবেদন কলকাতা পুলিশের। শুধু পাঠানখালি নয়, হাওড়ার বাসুদেবপুর, মালদার মানিকচক এলাকা থেকেও জন্মের ভুয়ো শংসাপত্র ইস্যু হয়েছে, যা ব্যবহার করে তৈরি হয়েছে পাসপোর্ট। সেগুলো বাতিল করতে বলা হয়েছে।
advertisement
ইতিমধ্যে পাঠানখালি পঞ্চায়েত থেকে তৈরি সাড়ে তিন হাজার ভুয়ো শংসাপত্রের রেজিস্ট্রেশন নম্বরও তুলে দেওয়া হয়েছে রিজিওনাল পাসপোর্ট দফতরে। পাঠানখালি পঞ্চায়েত অফিসের পর এবার দক্ষিণ ২৪ পরগনার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা CMOH কে চিঠি দিতে চলেছে কলকাতা পুলিশ।
জন্মের ভুয়ো শংসাপত্র বাতিল করার আবেদন জানিয়ে চিঠি দেওয়া হবে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। অভিযোগ, পাঠানখালি পঞ্চায়েত থেকে প্রায় সাড়ে তিন হাজার জন্মের ভুয়ো শংসাপত্র ইস্যু হয়েছে অনলাইনে। যার কোনও রেকর্ড নেই ম্যানুয়াল বুক বা রেজিস্ট্রার খাতায়। এই সমস্ত ভুয়ো শংসাপত্র বাতিল করার জন্য দক্ষিণ ২৪ পরগনার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি দিতে চলেছে।
আরও পড়ুন: শিয়ালদহ থেকে এবার ‘AC’ লোকাল…! কোন রুটে ছুটবে ট্রেন? কত হচ্ছে ‘বেস ফেয়ার’? জেনে নিন রেট
গত সপ্তাহে চিঠি দেওয়া হয়েছিল পাঠানখালি পঞ্চায়েতকে। তাঁদের তরফে জানানো হয়েছে সরকারি পোর্টাল থেকে ওই ভুয়ো শংসাপত্র ‘ডিলিট’ বা মুছে ফেলতে পারেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তাই তাঁকে এবার চিঠি দিতে চলেছে কলকাতা পুলিশ।