TRENDING:

Fake Birth Certificate: জন্মের ভুয়ো 'সার্টিফিকেট' ইস‍্যুতে তোলপাড়...! এবার পাসপোর্ট বাতিলের আবেদন কলকাতা পুলিশের

Last Updated:

Fake Birth Certificate: পাঠানখালি পঞ্চায়েত থেকে ইস‍্যু করা জন্মের ভুয়ো শংসাপত্র ব্যবহার করে তৈরি পাসপোর্ট বাতিলের আবেদন করা হল কলকাতা পুলিশের তরফে। এবার সরাসরি চিঠি গেল রিজিওনাল পাসপোর্ট অফিসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পাঠানখালি পঞ্চায়েত থেকে ইস‍্যু করা জন্মের ভুয়ো শংসাপত্র ব্যবহার করে তৈরি পাসপোর্ট বাতিলের আবেদন করা হল কলকাতা পুলিশের তরফে। এবার সরাসরি চিঠি গেল রিজিওনাল পাসপোর্ট অফিসে। ইতিমধ‍্যে ভুয়ো শংসাপত্র দিয়ে আবেদন করে ভেরিফিকেশনের সময় কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের হাতে ধৃত পাঁচ থেকে ছ’জন আবেদনকারী।
পাসপোর্ট বাতিলের আবেদন
পাসপোর্ট বাতিলের আবেদন
advertisement

তদন্তকারীদের আশঙ্কা এই ভুয়ো শংসাপত্র ব্যবহার করে তৈরি হয়েছে পাসপোর্ট, সেই পাসপোর্ট চিহ্নিত করে বাতিল করার আবেদন কলকাতা পুলিশের। শুধু পাঠানখালি নয়, হাওড়ার বাসুদেবপুর, মালদার মানিকচক এলাকা থেকেও জন্মের ভুয়ো শংসাপত্র ইস‍্যু হয়েছে, যা ব্যবহার করে তৈরি হয়েছে পাসপোর্ট। সেগুলো বাতিল করতে বলা হয়েছে।

আরও পড়ুন: জলে জন্ম, জলেই বাঁচে, জলেই মৃত্যু…! এই মানুষরা কারা যারা ‘স্থলে’ পা রাখতেও ভয় পায়? চমকে যাবেন শুনলেই!

advertisement

ইতিমধ‍্যে পাঠানখালি পঞ্চায়েত থেকে তৈরি সাড়ে তিন হাজার ভুয়ো শংসাপত্রের রেজিস্ট্রেশন নম্বরও তুলে দেওয়া হয়েছে রিজিওনাল পাসপোর্ট দফতরে। পাঠানখালি পঞ্চায়েত অফিসের পর এবার দক্ষিণ ২৪ পরগনার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা CMOH কে চিঠি দিতে চলেছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন: টন টন ইলিশ…? দিঘায় এবার ধরা পড়ল ইলিশের ‘বাবা’! লাখ লাখ টাকায় বিক্রি হল এই বিশেষ মাছ, ‘রেট’ শুনলেই চমকে যাবেন!

advertisement

জন্মের ভুয়ো শংসাপত্র বাতিল করার আবেদন জানিয়ে চিঠি দেওয়া হবে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। অভিযোগ, পাঠানখালি পঞ্চায়েত থেকে প্রায় সাড়ে তিন হাজার জন্মের ভুয়ো শংসাপত্র ইস‍্যু হয়েছে অনলাইনে। যার কোনও রেকর্ড নেই ম‍্যানুয়াল বুক বা রেজিস্ট্রার খাতায়। এই সমস্ত ভুয়ো শংসাপত্র বাতিল করার জন‍্য দক্ষিণ ২৪ পরগনার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি দিতে চলেছে।

advertisement

আরও পড়ুন: শিয়ালদহ থেকে এবার ‘AC’ লোকাল…! কোন রুটে ছুটবে ট্রেন? কত হচ্ছে ‘বেস ফেয়ার’? জেনে নিন রেট

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত সপ্তাহে চিঠি দেওয়া হয়েছিল পাঠানখালি পঞ্চায়েতকে। তাঁদের তরফে জানানো হয়েছে সরকারি পোর্টাল থেকে ওই ভুয়ো শংসাপত্র ‘ডিলিট’ বা মুছে ফেলতে পারেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তাই তাঁকে এবার চিঠি দিতে চলেছে কলকাতা পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Fake Birth Certificate: জন্মের ভুয়ো 'সার্টিফিকেট' ইস‍্যুতে তোলপাড়...! এবার পাসপোর্ট বাতিলের আবেদন কলকাতা পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল