পাশাপাশি, জানা গিয়েছে, এই শিবিরে নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডে নাম নথিভুক্ত বা কারও নাম কার্ডের অন্তর্ভুক্ত করারও ব্যবস্থা থাকবে। এমনকি, এমন বহু মানুষ রয়েছেন, যাঁদের নাম স্বাস্থ্যসাথী কার্ডে নথিভুক্ত রয়েছে, অথচ তাঁদের স্মার্ট কার্ড নেই। এই শিবির থেকে তাঁদের স্মার্টকার্ডের ব্যবস্থাও করা হবে বলে সূত্রের খবর। এই সরকারি পরিষেবাগুলি পাওয়ার জন্য কী কী বিষয় নজরে রাখতে হবে তা-ও জানিয়ে দেওয়া হবে এই শিবিরে।
advertisement
আরও পড়ুন: রেল যাত্রীদের জন্য বড় সুখবর! আজ থেকে আরও কম AC কোচের ভাড়া
নবান্নের নির্দেশ, চোখ পরীক্ষার জন্য আবেদন জানানোর তিন দিনের মধ্যে তা দেখে, উক্ত ব্যক্তির চোখ পরীক্ষা করানোর ব্যবস্থা করাতে হবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে। এক্ষেত্রে, দু'টি গ্রুপে ভাগ করে কাজ করা যেতে পারে। ৪৫ বছরের কম বয়স্ক এবং তার বেশি বয়সের মানুষ।
এছাড়া, প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের স্কুলে গিয়ে চোখ দেখানোর ব্যবস্থা করতে হবে বলে জানানো হয়েছে। এই স্বাস্থ্য শিবিরে ১৭ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। যাঁদের চোখের ছানি কাটানোর বিষয় রয়েছে, তাঁদের জন্য এই শিবির থেকেই নিতে হবে পৃথক ব্যবস্থা।
এছাড়াও, দুয়ারে সরকার থেকে প্রতিবন্ধী সার্টিফিকেট দেওয়ার বিষয়েও জেলা প্রশাসনকে সক্রিয় হতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। যাঁদের তা দেওয়া যাবে না, তা কেন দেওয়া যাবে না, তা পরিষ্কার করে জানিয়ে দিতে হবে বলে নির্দেশ। আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে রাজ্যজুড়ে দুয়ারে সরকার প্রকল্প। চলবে ২০ এপ্রিল পর্যন্ত।
এবার দুয়ারে সরকার ক্যাম্পগুলি থেকে মোট ৩২টিরও বেশি পরিষেবা পাবেন সাধারণ মানুষ। ২০ এপ্রিলের মধ্যেই যাতে পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে বলে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। ইতিমধ্যেই দুয়ারে সরকার নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক বিভিন্ন জেলাগুলির সঙ্গে করেছে নবান্নের শীর্ষ মহল।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়