রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর পিঠ ও কোমরে ব্যথা ছিল। ঠিকমত হাঁটতে পারছিলেন না তিনি।ক্রিয়েটিনিন লেভেল ওঠা নামা করছিল তাঁর। কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। যে কারণে তাকে মুকুন্দপুর এর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। সপ্তাহখানেক আগে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার জন্য ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছিল কিন্তু আরও বেশ কিছুটা বিশ্রামে থাকতে চান সে কথা জানাতে হাসপাতালের চিকিৎসকদের অনুরোধ করায় তাকে হাসপাতালে রাখা হয়েছিল চিকিৎসকদের পর্যবেক্ষণে।
advertisement
হাসপাতাল সূত্রে খবর, আবারও তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। আগামিকাল অথবা পরশু তাকে হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 26, 2025 2:45 PM IST