নরেন্দ্র মোদিকে হঠাতে ফেডেরাল ফ্রন্ট গড়ার তৎপরতা তুঙ্গে। এদিন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক সেরে ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা মুখোমুখি হন সাংবাদিকদের। বলেন, ‘সংখ্যালঘুদের জন্য দেশে ভয়ের বাতাবরণ ৷ জম্মু কাশ্মীর সহ বাকি দেশের পরিস্থিতি নিয়ে মমতার সঙ্গে কথা হয়েছে ৷’
আরও পড়ুন
সুখবর, ফের বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন
advertisement
বাংলার মুখ্যমন্ত্রীকে পাশে রেখে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানালেন বিজেপি বিরোধীদের একজোট করার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, ‘বিজেপিকে হারাতে জোটবদ্ধ লড়াই দরকার ৷ বিজেপির বিরুদ্ধে যে দলগুলি রয়েছে সবাইকে নিয়ে একজোট লড়াই দরকার ৷ লোকসভায় আগে একজোট হয়ে লড়তে হবে ৷ আমাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই ৷’
ফেডেরাল ফ্রন্ট গড়তে কেন্দ্র-রাজ্য সম্পর্কই যে তাঁর ইউএসপি সেটা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ওমরের সঙ্গে বৈঠকের পরে তৃণমূল নেত্রী বলেন, ‘কে নেতা হবে সেই আলোচনা ছেড়ে আমাদের একজোট হয়ে লড়তে হবে ৷ সব ত্যাগ স্বীকার করেই জোটবদ্ধ লড়াই চাই ৷ দেশে একনায়কতন্ত্র চালাচ্ছে বিজেপি ৷ বিজেপিবিরোধী দলগুলির এক হওয়া উচিত ৷’
তবে সবশেষে জাতীয় রাজনীতিতে জল্পনার হাওয়া আরও তীব্র করে দিলেন ওমর আবদুল্লা ৷ বলেন, ২০১৯ সালে মোদিকে হারানোর পর মমতাকে দিল্লি নিয়ে যেতে চান তিনি ৷