সুখবর, ফের বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন

Last Updated:
 #নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে ফের সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৷ ২০১৯ এর নির্বাচনে সরকারি কর্মীদের মন জিততে ফের বেতন বৃদ্ধির চিন্তাভাবনা করছে মোদি সরকার ৷ সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দাবি মেনে সপ্তম বেতন কমিশনের সুপারিশের থেকেও অতিরিক্ত বেতন ঘোষণা করতে পারে কেন্দ্র ৷ ন্যূনতম বেতন ৮ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে  ৷
অর্থমন্ত্রক সূত্রে খবর, ন্যূনতম বেতন ও ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কেন্দ্রীয় কর্মচারী সংগঠনের বহুদিনের দাবি অবশেষে মেনে নিতে চলেছে সরকার ৷ এর ফলে প্রায় ৮ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে সরকারি কর্মচারীদের ৷ শুধু তাই নয় কেন্দ্রীয় সরকারি কর্মচারী মহার্ঘ ভাতাও বাড়াতে চলেছে কেন্দ্র ৷
সপ্তম বেতন কমিশন চালু হওয়ার পর ফিটমেন্ট ফর্মূলা ৩.৬৮ করার দাবিতে সরব হয় কেন্দ্রীয় সরকারি কর্মী ইউনিয়ন ৷ ইউনিয়নের দাবি খানিকটা মেনে নিয়ে ফিটমেন্ট ফ্যাক্টর তিন গুণ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় অর্থমন্ত্রক ৷
advertisement
advertisement
এর আগে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, চলতি বছরের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ২.৫৭ গুণ বাড়িয়ে একলাফে সাত হাজার টাকা থেকে ১৮ হাজার টাকা করা হয় ৷ কিন্তু কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮ করার দাবি জানিয়ে আসছে ৷ এই হারে বেতন বাড়ানো হলে ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াবে ২১ হাজার টাকা ৷
advertisement
আরও পড়ুন 
এতদিন এই দাবিতে সায় না দিলেও, ভোটের দিকে নজর রেখে কর্মীদের চাহিদা পুনর্বিবেচনা করছে নরেন্দ্র মোদি সরকার ৷ অন্দরের খবর, শেষ পর্যন্ত এই দাবিতেই সিলমোহর দিতে চলেছে কেন্দ্র ৷ একইসঙ্গে বাড়ানো হতে পারে পেনশনভোগী ও কর্মচারীদের মহার্ঘ ভাতাও ৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে এই সুখবর শোনাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement
বেতন কাঠামোয় এই পরিবর্তনের ফলে উপকৃত হবে প্রায় ৪৮ লাখ ৪১ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬১ লাখ পেনশনভোগী ৷ এছাড়াও ১৪ লাখ সেনা কর্মী ও সেনাবাহিনীর ১৮ লাখ অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও এই সুবিধা পাবেন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সুখবর, ফের বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement