#নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে ফের সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৷ ২০১৯ এর নির্বাচনে সরকারি কর্মীদের মন জিততে ফের বেতন বৃদ্ধির চিন্তাভাবনা করছে মোদি সরকার ৷ সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দাবি মেনে সপ্তম বেতন কমিশনের সুপারিশের থেকেও অতিরিক্ত বেতন ঘোষণা করতে পারে কেন্দ্র ৷ ন্যূনতম বেতন ৮ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে ৷
অর্থমন্ত্রক সূত্রে খবর, ন্যূনতম বেতন ও ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কেন্দ্রীয় কর্মচারী সংগঠনের বহুদিনের দাবি অবশেষে মেনে নিতে চলেছে সরকার ৷ এর ফলে প্রায় ৮ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে সরকারি কর্মচারীদের ৷ শুধু তাই নয় কেন্দ্রীয় সরকারি কর্মচারী মহার্ঘ ভাতাও বাড়াতে চলেছে কেন্দ্র ৷
সপ্তম বেতন কমিশন চালু হওয়ার পর ফিটমেন্ট ফর্মূলা ৩.৬৮ করার দাবিতে সরব হয় কেন্দ্রীয় সরকারি কর্মী ইউনিয়ন ৷ ইউনিয়নের দাবি খানিকটা মেনে নিয়ে ফিটমেন্ট ফ্যাক্টর তিন গুণ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় অর্থমন্ত্রক ৷
এর আগে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, চলতি বছরের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ২.৫৭ গুণ বাড়িয়ে একলাফে সাত হাজার টাকা থেকে ১৮ হাজার টাকা করা হয় ৷ কিন্তু কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮ করার দাবি জানিয়ে আসছে ৷ এই হারে বেতন বাড়ানো হলে ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াবে ২১ হাজার টাকা ৷
আরও পড়ুন
এতদিন এই দাবিতে সায় না দিলেও, ভোটের দিকে নজর রেখে কর্মীদের চাহিদা পুনর্বিবেচনা করছে নরেন্দ্র মোদি সরকার ৷ অন্দরের খবর, শেষ পর্যন্ত এই দাবিতেই সিলমোহর দিতে চলেছে কেন্দ্র ৷ একইসঙ্গে বাড়ানো হতে পারে পেনশনভোগী ও কর্মচারীদের মহার্ঘ ভাতাও ৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে এই সুখবর শোনাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
বেতন কাঠামোয় এই পরিবর্তনের ফলে উপকৃত হবে প্রায় ৪৮ লাখ ৪১ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬১ লাখ পেনশনভোগী ৷ এছাড়াও ১৪ লাখ সেনা কর্মী ও সেনাবাহিনীর ১৮ লাখ অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও এই সুবিধা পাবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 000 in Minimum Pay, 7th Pay Commission, Central Government Employee, Central Government Employee's Salary, Hike in Minimum Pay, Hike of Rs 8, Increase in Fitment Factor, Salary Hike, Seventh Pay Commission