TRENDING:

Enforcement Directorate: মেগা অভিযানের প্রস্তুতি ? ১৬০ জনকে ১০টি দলে ভাগ করে ইডি আসছে রাজ্যে, থাকবে না ফাঁক

Last Updated:

Enforcement Directorate: এ বার তদন্তের কাজও দ্রুত শেষ করতে চায় ইডি। সেই কারণেই বাড়ছে তদন্তকারী অফিসারদের সংখ্যা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যে কি তবে নতুন করে মেগা অভিযানের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় তনদ্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আয়োজন দেখে অন্তত তেমনই মনে হচ্ছে বিশেষজ্ঞ মহলের। কারণ, তদন্তকারী সংস্থার দিল্লি সূত্রে এবার সমস্ত দুর্নীতি মামলায়, যে খানে আর্থিক লেনদেন জড়িয়ে রয়েছে, সেগুলির তদন্তে আলাদা আলাদা মোট ১০টি দল পাঠাচ্ছে ইডি। তাঁরা সমস্ত বিষয়টি নিয়ে তদন্ত করবে নতুন উদ্যমে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কার্যালয়
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কার্যালয়
advertisement

ইডি সূত্রে খবর, নতুন এই পরিকল্পনার আওতায় আসতে চলেছে গরুপাচার থেকে এএসসি দূর্নীতি, কয়লা পাচারের মতো একাধিক বিষয়, যেগুলিতে আর্থিক লেনদেন জড়িয়ে রয়েছে। সেই কারণেই আলাদা আলাদা দশটি দল তৈরি করা হচ্ছে। মোট ১৬০ জন পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকছেন। তাঁদের ১৬ জন করে এক-একটি দলে ভাগ করে কাজ করানো হবে। তবে দলের শীর্ষে থাকছেন দিল্লির কোনও উচ্চপদস্থ গোয়েন্দা।

advertisement

আরও পড়ুন: বোলপুর পৌঁছেই তৎপর CBI, অনুব্রতর CA-কে জিজ্ঞাসাবাদ, তলব ২ ব্যাঙ্ক আধিকারিককে

আরও পড়ুন: আজই অনুব্রতর মেয়ে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে জেরা! বোলপুরে যাচ্ছে সিবিআই

কেন এই দলে উচ্চপদস্থ দিল্লির আধিকারিকরা রয়েছেন, তাঁরও নিজস্ব যুক্তি রয়েছে। অনেক সময়েই হয়, এখানকার অফিসারদের হাতে তদন্তের কোনও প্রমাণ এল বা গুরুত্বপূর্ণ মুহূর্ত উপস্থিত হল, সেই সময়ে দিল্লির উচ্চপদস্থ আধিকারিকদের থেকে মতামত নিয়ে তার পর সিদ্ধান্ত নিতে নিতে অনেকটা দেরি হয়ে যায়। সেই কারণেই দিল্লির উচ্চপদস্থ আধিকারিকদের রেখে দেওয়া হল এই তদন্তকারী দলগুলিতে। তাঁরা সরাসরি বিভিন্ন ভাবে তদন্তের সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

আর্থিক লেনদেনের ঘটনায় ইডির অভিযানে বড় সাফল্য আসে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালানোর সময়। শহরের দুই প্রান্তের দুই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করে ইডি। পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়। তবে শুধু তল্লাশিতে সাফল্য নয়, এ বার তদন্তের কাজও দ্রুত শেষ করতে চায় ইডি। সেই কারণেই বাড়ছে তদন্তকারী অফিসারদের সংখ্যা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Enforcement Directorate: মেগা অভিযানের প্রস্তুতি ? ১৬০ জনকে ১০টি দলে ভাগ করে ইডি আসছে রাজ্যে, থাকবে না ফাঁক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল