নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। এর পর ১০ ফেব্রুয়ারি সমস্ত মনোনয়ন খতিয়ে দেখা হবে। এর পর ১২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন। এর পর ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। ওই দিন সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া চলবে। কমিশনের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, আগামী ৮ মার্চের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ নির্বাচনের কাজ শেষ হবে মার্চের শুরুতেই।
advertisement
আরও পড়ুন : পাঠশালা আবার খুলবে, জোরকদমে স্কুলড্রেস কেনার হিড়িক
উত্তর থেকে দক্ষিণ, পুরো রাজ্য জুড়েই ২৭ তারিখে নির্বাচন প্রক্রিয়া আয়োজিত হবে। কমিশন সূত্রে খবর, গোটা রাজ্যে রাজ্য পুলিশ দিয়েই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উত্তরের দার্জিলি পুরসভা থেকে শুরু করে মালদহের ইংলিশবাজার পুরসভায় নির্বাচন রয়েছে। এ ছাড়া সবচেয়ে বেশি পুরসভা রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। ২৭ ফেব্রুয়ারি এই ২৫টি পুরসভাতেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। উত্তর ২৪ পরগনার মধ্যে রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিতর্কিত কাঁচড়াপাড়া, হালিশহর, ভাটপাড়া পুরসভার নির্বাচন। রয়েছে দমদম ও দক্ষিণ দমদম পুরসভার নির্বাচন। রয়েছে বনগাঁ পুরসভাও।
রাজ্যে কোভিড পরিস্থিতির কারণে কার্যত সমস্ত কিছুই থমকে গিয়েছিল। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নির্বাচন প্রক্রিয়ায় শেষ করে নিতে চাইছে কমিশন।
সোমরাজ বন্দ্য়োপাধ্য়ায়