গত ১৩ সেপ্টেম্বর, সোমবার আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দেন ভবানীপুরের বিজেপি প্রার্থী (Bhabanipur By Election) প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ নির্বাচন কমিশনের তরফে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে দেওয়া চিঠিতে অভিযোগ করা হয়েছে ((Election Commission show causes Priyanka Tibrewal), মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের উপরে বিজেপি প্রার্থীর সমর্থনে অবৈধ জমায়েত করা হয়৷ সেখানে কম করে পাঁচশো মানুষের জমায়েত হয় বলে অভিযোগ৷ নির্বাচন কমিশনের বিধিভঙ্গ করে প্রচুর সংখ্যক বাইক, গাড়িও সেখানে রাখা হয়৷ এমন কি, ধুনুচি নাচেরও আয়োজন করা হয়৷ তাতে অংশ নেন বিজেপি প্রার্থীও৷ ওই জমায়েতের ফলে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের উপরে যানজটও তৈরি হয় বলে অভিযোগ৷ এ ছাড়াও কমিশনের বিধি ভেঙে ড্রাম বাজানো, শিল্পীদের এনে গান গাওয়ানোর মতো অভিযোগও উঠেছে বিজেপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে৷
advertisement
আরও পড়ুন: লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কতটা ধনী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা জানেন?
যেহেতু ওই রাস্তা দিয়ে এসএসকেএম হাসপাতাল এবং শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের রোগীদের নিয়ে অ্যাম্বুল্যান্স যায়, তাই রাস্তা থেকে ভিড় সরিয়ে দেওয়ার অনুরোধ করে পুলিশ৷ সেই সময় ঘটনাস্থলে শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন বলে কমিশনের চিঠিতে জানানো হয়েছে৷ অভিযোগ, বার বার অনুরোধ করা সত্ত্বেও রাস্তা ফাঁকা করা হয়নি৷
ভবানীপুর কেন্দ্রে রিটার্নিং অফিসারের দেওয়া ওই চিঠিতে অভিযোগ করা হয়েছে, প্রিয়াঙ্কা টিবরেওয়াল মনোনয়ন দিতে যাওয়ার সময় বিজেপি-র একাধিক নেতা এবং জনপ্রতিনিধিরা সেখানে উপস্থিত হন৷ তাঁদের সঙ্গে প্রচুর সংখ্যক নিরাপত্তা কর্মী এবং গাড়িও সেখানে হাজির হয়৷ সবমিলিয়ে কমিশনের বেঁধে দেওয়া কোভিড সংক্রান্ত কোনও নির্দেশিকাই মানা হয়নি বলে অভিযোগ৷
কেন তিনি কমিশনের বেঁধে দেওয়া নির্দেশিকা মানলেন না, প্রিয়াঙ্কার কাছে সেই জবাবদিহি তলব করেছেন ভবানীপুর কেন্দ্রের রিটার্নিং অফিসার৷ পাশাপাশি চিঠিতে আরও বলা হয়েছে, বিধিভঙ্গ করায় বিজেপি প্রার্থীকে প্রচারের অনুমতি না দেওয়ার জন্য ভবানীপুর এবং আলিপুর থানার তরফে কমিশনকে অনুরোধও করা হয়েছে৷
যদিও কমিশনের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রিয়াঙ্কা৷ তাঁর পাল্টা দাবি, 'নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছে৷ তৃণমূল অভিযোগ করেছে৷ শুভেন্দুদা আর আমি একই গাড়িতে ছিলাম৷ আর বাকি নেতারা নিজেদের মতো তাঁদের গাড়িতে করে আলিপুরে পৌঁছন৷ তাছাড়া রাস্তায় যে গাড়ি, বাইক চলছিল তার দায়িত্ব তো আমার নয়৷ কোনও গাড়িতেই দলীয় পতাকা ছিল না৷ তৃণমূল ভয় পেয়ে গিয়ে আমার প্রচার আটকাতে চাইছে৷'
মনোনয়ন জমা দিতে গিয়ে বিধিভঙ্গের অভিযোগ ওঠার পর এ দিন ভবানীপুরে বিজেপি প্রার্থীর প্রচারে কীর্তন নিয়ে আপত্তি জানায় পুলিশ৷ তা নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থীর তীব্র বাদানুবাদ শুরু হয়৷
Sourajyoti Bhattacharya