ভোট লড়াইয়ের হিসেবে ধরলে এটি তাঁর জীবনের তৃতীয় লড়াই। তবে বলাই বাহুল্য এ লড়াই এযাবৎ কালের সব থেকে কঠিন। কেননা ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে লড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই ভবানীপুরের তিন প্রার্থীর হলফনামা জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। তাতে দেখা যাচ্ছে সম্পদের বিচারে অনেকটা এগিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা। কী বলছে তাঁর সম্পত্তির সেই হিসেবনিকেষ? কতটা বিত্তশালী বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা?