TRENDING:

Voter List Controversy: সোজা দিল্লি থেকে এল FIR দায়ের করার নির্দেশ! ‘ভুয়ো ভোটারে’র ঘটনায় জেলাশাসকদের চিঠি কমিশনের

Last Updated:

এবার অবশ্য সংশ্লিষ্ট জেলাশাসক বা ডিইও-দের এফআইআর করার নির্দেশ দেওয়া হল দিল্লি থেকে। দুই ইআরও এবং দুই এইআরও ছাড়াও আরও কর্মীর বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। ওই কর্মী ডেটা এন্ট্রির কাজে যুক্ত ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

কলকাতা: ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণের ক্ষেত্রে অনিয়ম সামনে আসার ঘটনায় এবার এফআইআর দায়ের করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। অভিযুক্ত চার আধিকারিক এবং এক কর্মীর বিরুদ্ধে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের৷ পূর্ব মেদিনীপুরের ময়না এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও এবং এইআরও বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রের খবর।

advertisement

কমিশনের নতুন নির্দেশ, ওই আধিকারিকদের বিরুদ্ধে ডিইও-কে এফআইআর দায়ের করতে হবে। সেই বিষয়ে রিপোর্ট দিতে বলেছে কমিশন।

আরও পড়ুন : কান্তি গাঙ্গুলির নামও নেই! SIR শুনানিতে ডাক প্রাক্তন মন্ত্রীকে, জমা দিতে হল নথি

advertisement

এর আগে রাজ্যের তৎকালীন মুখ্যসচিব মনোজ পন্থকেও এই নির্দেশ দিয়েছিল কমিশন। এবার নয়, এনিয়ে দু’বার পন্থকে চিঠি পাঠায় কমিশন৷ সেই নির্দেশকে নিয়ে টানাপড়েন শুরু হয় রাজ্য সরকার এবং কমিশনের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন স্পষ্ট জানিয়েছিলেন, সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে দেবেন না তিনি। বলেন, ‘‘আমি কারও কোনও পানিশমেন্ট (শাস্তি) হতে দেব না।’’ তার পরে আর কমিশনের নির্দেশ কার্যকর হয়নি

advertisement

এবার অবশ্য সংশ্লিষ্ট জেলাশাসক বা ডিইও-দের এফআইআর করার নির্দেশ দেওয়া হল দিল্লি থেকে। দুই ইআরও এবং দুই এইআরও ছাড়াও আরও কর্মীর বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। ওই কর্মী ডেটা এন্ট্রির কাজে যুক্ত ছিলেন।

advertisement

আরও পড়ুন: মেশিনে স্ক্যান করেই বলে দিচ্ছে ‘বাংলাদেশী’! ভাইরাল উত্তরপ্রদেশ পুলিশের ভিডিও, শুরু তদন্ত

বারুইপুর পূর্বের ইআরও এবং এইআরও হিসাবে কাজ করতেন দেবোত্তম দত্ত চৌধুরী এবং তথাগত মণ্ডল৷ ময়নাবিধাসভা কেন্দ্রের জন্য সংশ্লিষ্ট দায়িত্বে ছিলেন বিপ্লব সরকার ও সুদীপ্ত দাস৷ পাশাপাশি সুরজিৎ হালদার নামে এক ডেটা এন্ট্রি অপারেটরের নামও জড়়ায় এই ঘটনায়

ময়না এবং বারুইপুর পূর্বের ওই চার আধিকারিককে বিরুদ্ধে মূল অভিযোগ, তাঁর ভোটার তালিকায় কারচুপি করে নাম ঢুকিয়েছে

সেরা ভিডিও

আরও দেখুন
২৪কে ছাপিয়ে গেল, ২৫, এই নিউইয়ারে বক্রেশ্বর পুণ্যার্থীদের পছন্দের উইকএন্ড ডেস্টিনেশন
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Voter List Controversy: সোজা দিল্লি থেকে এল FIR দায়ের করার নির্দেশ! ‘ভুয়ো ভোটারে’র ঘটনায় জেলাশাসকদের চিঠি কমিশনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল