TRENDING:

Election Commission: অভিযুক্তদের তালিকা তৈরির নির্দেশ কমিশনের! জেলায় জেলায় এবার কী হতে চলেছে ভোটে?

Last Updated:

Election Commission: সম্প্রতি কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকের সময় এসপি,ডিএম দের কড়া নির্দেশ দিয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: লোকসভা ভোট ঘোষণা হতেই এবার আইন শৃঙ্খলা নিয়ে নিয়ে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের।ভোট ঘোষণার ২৪ ঘণ্টা যেতে না যেতেই আইন শৃঙ্খলা নিয়ে কয়েকদফা নির্দেশ বিভিন্ন জেলার জেলাশাসক দের দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতর।কমিশন সূত্রে খবর নির্দেশে বলা হয়েছে ১) অতীতে হওয়া লোকসভা বা বিধানসভা নির্বাচনে যাদের বিরুদ্ধে বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগ এসেছে থানায় তাদের।তালিকা তৈরির নির্দেশ।২) যাদের বিরুদ্ধে নির্বাচন চলাকালীন গুলি চালানোর অভিযোগ,দুষ্কৃতী হিসাবে অভিযোগ আছে তাদের তালিকা তৈরির নির্দেশ।৩ ) পড়ে থাকা ওয়ারেন্ট গুলো কার্যকর করতে হবে।
জেলায় জেলায় কী হতে চলেছে?
জেলায় জেলায় কী হতে চলেছে?
advertisement

৪)প্রতি সপ্তাহ ধরে ধরে এসপি,সিপি দের আইন শৃঙ্খলা নিয়ে পর্যালোচনা করতে হবে নির্বাচন কে কি করে শান্তিপুর্ন করা যায়।৫)বিগত নির্বাচন চলাকালীন যাদের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ ও কি কি ব্যাবস্থা,তাদের নাম সহ বিস্তারিত ১৫ দিনের মধ্যে দিল্লির নির্বাচন কমিশন এর দফতরে পাঠাতে হবে।৬)বেআইনি অস্ত্র উদ্ধার করতে অভিযান চালিয়ে যেতে হবে।মূলত এবার লোকসভা নির্বাচন কে কেন্দ্র করে যাতে কোনো অভিযোগ না ওঠে তার জন্য আগে থেকেই সক্রিয় কমিশন।মূলত যাদের বিরুদ্ধে আগে থেকেই বুথ দখল বা ভোট কে কেন্দ্র করে অশান্তির অভিযোগ থানায় আছে তাদের তালিকা তৈরির নির্দেশ এর মাধ্যমেই তা স্পষ্ট।

advertisement

আরও পড়ুন: সাড়ে ৩ হাজার বছরের পুরনো মমি আছে কলকাতায়! কোথায় জানেন? দেখতে গিয়েছেন কখনও? চমকে যাবেন

সম্প্রতি কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকের সময় এসপি,ডিএম দের কড়া নির্দেশ দিয়েছিল।মূলত বোমাবাজি ও হিংসা নিয়ে সিপি,এসপি দের কড়া বার্তা দেওয়া হয়েছিল।কোনো রকম হিংসা হলে কাউকে রেয়াত করা হবে না সেই বার্তা ও স্পষ্ট করে দেওয়া হয়েছিল। আর এবার ভোট ঘোষণা হতেই একের পর এক নির্দেশ আইন শৃঙ্খলা নিয়ে জেলাগুলোতে।

advertisement

আরও পড়ুন: FIR তো কতজনই করেন, কিন্তু এর ফুল ফর্ম জানেন কি? ৯৯% মানুষই জানেন না কিন্তু

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ইতোমধ্যে রাজনৈতিক দল গুলোর অভিযোগ এর নিষ্পত্তি ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে সেই নির্দেশ ও দেওয়া হয়েছে জেলাগুলোতে।পঞ্চায়েত নির্বাচন এর হিংসা নিয়েও কয়েকটি জেলার জেলাশাসক,পুলিশ সুপারদের প্রশ্ন এর মুখে পড়তে হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission: অভিযুক্তদের তালিকা তৈরির নির্দেশ কমিশনের! জেলায় জেলায় এবার কী হতে চলেছে ভোটে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল