৪)প্রতি সপ্তাহ ধরে ধরে এসপি,সিপি দের আইন শৃঙ্খলা নিয়ে পর্যালোচনা করতে হবে নির্বাচন কে কি করে শান্তিপুর্ন করা যায়।৫)বিগত নির্বাচন চলাকালীন যাদের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ ও কি কি ব্যাবস্থা,তাদের নাম সহ বিস্তারিত ১৫ দিনের মধ্যে দিল্লির নির্বাচন কমিশন এর দফতরে পাঠাতে হবে।৬)বেআইনি অস্ত্র উদ্ধার করতে অভিযান চালিয়ে যেতে হবে।মূলত এবার লোকসভা নির্বাচন কে কেন্দ্র করে যাতে কোনো অভিযোগ না ওঠে তার জন্য আগে থেকেই সক্রিয় কমিশন।মূলত যাদের বিরুদ্ধে আগে থেকেই বুথ দখল বা ভোট কে কেন্দ্র করে অশান্তির অভিযোগ থানায় আছে তাদের তালিকা তৈরির নির্দেশ এর মাধ্যমেই তা স্পষ্ট।
advertisement
আরও পড়ুন: সাড়ে ৩ হাজার বছরের পুরনো মমি আছে কলকাতায়! কোথায় জানেন? দেখতে গিয়েছেন কখনও? চমকে যাবেন
সম্প্রতি কলকাতায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকের সময় এসপি,ডিএম দের কড়া নির্দেশ দিয়েছিল।মূলত বোমাবাজি ও হিংসা নিয়ে সিপি,এসপি দের কড়া বার্তা দেওয়া হয়েছিল।কোনো রকম হিংসা হলে কাউকে রেয়াত করা হবে না সেই বার্তা ও স্পষ্ট করে দেওয়া হয়েছিল। আর এবার ভোট ঘোষণা হতেই একের পর এক নির্দেশ আইন শৃঙ্খলা নিয়ে জেলাগুলোতে।
আরও পড়ুন: FIR তো কতজনই করেন, কিন্তু এর ফুল ফর্ম জানেন কি? ৯৯% মানুষই জানেন না কিন্তু
ইতোমধ্যে রাজনৈতিক দল গুলোর অভিযোগ এর নিষ্পত্তি ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে সেই নির্দেশ ও দেওয়া হয়েছে জেলাগুলোতে।পঞ্চায়েত নির্বাচন এর হিংসা নিয়েও কয়েকটি জেলার জেলাশাসক,পুলিশ সুপারদের প্রশ্ন এর মুখে পড়তে হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের।