কলকাতা: শুনানি প্রক্রিয়া দ্রুত শেষ করতে ছয় দফা নির্দেশ জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের মুখ্য নির্বাচনী আধিকারিকের। Whatsapp মারফত নির্দেশ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলাশাসকদের।
কী কী নির্দেশ জেলাশাসকদের?
১) প্রত্যেক বুথ লেভেল অফিসার কে দিনে ন্যূনতম ১৪০টি নোটিশ দিতে হবে শুনানিতে ডাক পাওয়া ভোটারদের। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সব নোটিশ যাতে দিয়ে দেওয়া যায় সেটা নিশ্চিত করতে হবে।
advertisement
২) শুনানির ডকুমেন্ট আপলোড করতে প্রচুর দেরি করছেন ero /aero-রা। ২০ লক্ষ শুনানি হয়ে গেলেও এখনও পর্যন্ত ১০ লক্ষ শুনানির ডকুমেন্ট আপলোড করা হয়েছে। দ্রুত সব ডকুমেন্ট আপলোড করতে হবে। পাশাপাশি নজরদারি করতে হবে গোটা শুনানি প্রক্রিয়ার।
৩) শুনানির নোটিশ ভোটারকে দেওয়ার সময় সেই নোটিশ যে দেওয়া হচ্ছে তার তথ্য আপলোড করতে হবে বিএলও অ্যাপে
৪) যদি নামের বানানে কোন ভুলের কারণে নোটিস দেওয়া হয় তাহলে বুথ লেভেল অফিসাররা বিএলও অ্যাপে সংশ্লিষ্ট ভোটারের ২০০২ এবং ২০২৫ এর ভোটারের তালিকা আপলোড করে দেবে। যদি সেই নথি দেখে সন্তুষ্ট হন বিএল ওরা তাহলে তারা ero /aero-কে সুপারিশ করতে পারেন সংশ্লিষ্ট ভোটারের নাম ত্রুটিমুক্ত।
কলকাতা: ফের ১০ ডিগ্রিতে নামবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা! জানুন বিস্তারিত
৫) শুনানিতে ডাক পাওয়া ভোটাররা শুনানি কেন্দ্রে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারা নির্ধারিত নির্দিষ্ট নথি না নিয়ে আসেন শুননি কেন্দ্রে তার জন্য কি করতে হবে সেটা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হবে ero/aero-দের।
৬) এটা নিশ্চিত করতে হবে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী এসআইআর প্রক্রিয়ায় যে যে ডকুমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে শুধুমাত্র যেন সেই ডকুমেন্ট গুলি আপলোড করা হয় শুনানিতে ডাক পাওয়া ভোটার দের।শুনানি প্রক্রিয়া দ্রুত শেষ করতে এই ছয় দফার নির্দেশ জেলাশাসকদের মুখ্য নির্বাচনী আধিকারিকের
