মূলত রাজ্যের পাঁচটি ডিভিশনের জন্যই ৫ জন সিনিয়র জয়েন সেক্রেটারি পর্যায়ে আইএএস অফিসারকে নিয়োগ করল নির্বাচন কমিশন। এই ডিভিশনগুলিতে থেকেই তারা এসআইআর কাজ কর্মের উপর নজরদারি করবেন বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।
advertisement
সূত্রের খবর, দিল্লির বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতরে জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে এই সিনিয়র আইএএস অফিসাররা কাজ করছেন। আপাতত তাঁরা রাজ্য থেকেই এই কাজ করবেন। এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা এ রাজ্যে এসে কাজ করবেন বলেই কমিশন সূত্রে জানানো হয়েছে।
এই পাঁচ জন অফিসার ইলেক্টোরাল রোল অবজার্ভার হিসাবে কাজ করবেন। প্রসঙ্গত, এসআইআর-এর কাজ দেখার জন্য ৩+১২+১+৫ =২১ জন অফিসারকে এখনও পর্যন্ত নিয়োগ করল কমিশন। যার মধ্যে ১২ জন আইএএস অফিসার রাজ্যের বিভিন্ন দফতরে কর্মরত, ১জন রাজ্যের প্রাক্তন অফিসার, বাকি ৮ জন অন্য রাজ্য ও দিল্লির আধিকারিক।
