TRENDING:

রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র IAS আধিকারিক

Last Updated:

Election Commission: প্রেসিডেন্সি ডিভিশন, মালদহ ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশন, এই পাঁচ জেলায় রাজ্যের এসআইআর কাজ কর্মের উপর নজরদারি রাখবেন এই পাঁচজন আধিকারিক। এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর।

advertisement
কলকাতা: প্রেসিডেন্সি ডিভিশন, মালদহ ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশন, এই পাঁচ জেলায় রাজ্যের এসআইআর কাজ কর্মের উপর নজরদারি রাখবেন এই পাঁচজন আধিকারিক। এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর।
রাজ্যে আরও ৫ বিশেষ পর্যবেক্ষক
রাজ্যে আরও ৫ বিশেষ পর্যবেক্ষক
advertisement

মূলত রাজ্যের পাঁচটি ডিভিশনের জন্যই ৫ জন সিনিয়র জয়েন সেক্রেটারি পর্যায়ে আইএএস অফিসারকে নিয়োগ করল নির্বাচন কমিশন। এই ডিভিশনগুলিতে থেকেই তারা এসআইআর কাজ কর্মের উপর নজরদারি করবেন বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন: ৮, ৯, ১০, ১১ ডিসেম্বর…! শৈত্যপ্রবাহ সতর্কতা! কনকনে ঠান্ডার হুঁশিয়ারি ৪ রাজ্যে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কোন কোন রাজ্যে? কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

advertisement

সূত্রের খবর, দিল্লির বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতরে জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে এই সিনিয়র আইএএস অফিসাররা কাজ করছেন। আপাতত তাঁরা রাজ্য থেকেই এই কাজ করবেন। এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা এ রাজ্যে এসে কাজ করবেন বলেই কমিশন সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন: হাড়কাঁপানো ঠান্ডাতেও ট্যাঙ্কের জল থাকবে ‘গরম’…! গিজার লাগবে না, পুড়বে না বিদ্যুৎ, শিখে নিন দুর্দান্ত সহজ ‘উপায়’!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুগলির টক ঝাল মিষ্টি পটলের স্বাদে মজেছে শিল্পাঞ্চলবাসী, একবার চেখে দেখবেন নাকি আপনিও?
আরও দেখুন

এই পাঁচ জন অফিসার ইলেক্টোরাল রোল অবজার্ভার হিসাবে কাজ করবেন। প্রসঙ্গত, এসআইআর-এর কাজ দেখার জন্য ৩+১২+১+৫ =২১ জন অফিসারকে এখনও পর্যন্ত নিয়োগ করল কমিশন। যার মধ্যে ১২ জন আইএএস অফিসার রাজ্যের বিভিন্ন দফতরে কর্মরত, ১জন রাজ্যের প্রাক্তন অফিসার, বাকি ৮ জন অন্য রাজ্য ও দিল্লির আধিকারিক।

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র IAS আধিকারিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল