সেই সঙ্গে বৃহস্পতিবারই এসআইআর শুনানি প্রক্রিয়ার জন্য যে নথি গুলি গ্রহণযোগ্য বলে জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছিল, সেখানে মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণ করা কথা বলা হয়েছিল। এবার মাধ্যমিকে সার্টিফিকেটের পাশাপাশি মাধ্যমিকের এডমিট কার্ডও গ্রহণ করা হবে বলে জানিয়েছে কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে চিঠি দিয়ে জানানো হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। মাধ্যমিকে সার্টিফিকেটের পাশাপাশি মাধ্যমিকের এডমিট কার্ড কেউ শুনানি প্রক্রিয়ায় যাতে গ্রহণযোগ্য ডকুমেন্ট হিসেবে নেওয়া হয় তার জন্য বিভিন্ন জেলাশাসকের প্রস্তাব নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রস্তাব পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে। সেই প্রস্তাব জাতীয় নির্বাচন কমিশন সম্মতি দিল।
advertisement
আরও পড়ুন: সচিনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন বিরাট! একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে নজির কোহলির
সেই সঙ্গে মঙ্গলবারই শুনানি প্রক্রিয়া দ্রুত শেষ করতে মুখ্য নির্বাচনী আধিকারিক ছয় দফা নির্দেশ দিয়েছিলেন জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের। যার মধ্যে ছিল প্রত্যেক বুথ লেভেল অফিসারকে দিনে ন্যূনতম ১৪০টি নোটিশ দিতে হবে শুনানিতে ডাক পাওয়া ভোটারদের। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সব নোটিশ যাতে দিয়ে দেওয়া যায় সেটা নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: ৪ বছর পরে একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে কিং কোহলি! নীচে নামিয়ে দিলেন সতীর্থকেই
সেই সঙ্গে আরও বলা হয়েছিল, শুনানির ডকুমেন্ট আপলোড করতে প্রচুর দেরি করছেন ero/aero-রা। ২০ লক্ষ শুনানি হয়ে গেলেও এখনও পর্যন্ত ১০ লক্ষ শুনানির ডকুমেন্ট আপলোড করা হয়েছে। দ্রুত সব ডকুমেন্ট আপলোড করতে হবে, পাশাপাশি নজরদারি করতে হবে গোটা শুনানি প্রক্রিয়ার।
