অভিষেককে প্রশ্ন করা হলে তিনি বলেন " দাদা না থাকলে আমি দাদা র হয়ে পুজো তে বসতাম।গতবারও দাদা কিছুক্ষন বসে তারপর উঠে গেছিলেন।গতবার দাদার শরীর টা অতটা ভালো ছিল না।তবুও দাদা কিছুটা বসে তারপর বাকি সময় টা আমি ছিলাম।"
আরও পড়ুন: পঞ্চমীতে হাই কোর্টের সূত্রে কিডনি প্রাপ্তি পীযূষের, এই খবর মন ভাল করে দেবে
advertisement
এবার ৮০ তম বর্ষে পড়েছে একডালিয়ার পুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন করেছেন। উদ্বোধন করার সময় মুখ্যমন্ত্রী বলেন " সুব্রত দা নেই এটা ভাবতেই পারি না।সুব্রত দা পুজোর সময় শুধু বলতো তোর সময় টা কখন দিবি উদ্বোধনের জন্য।" এবার গুজরাটের সরস্বতী মন্দির এর আদলে হয়েছে মন্ডপ।আনা হয়েছে বিশাল সেই ঝাড় ও। বরাবর এর মত এবার ও সেই সাবেকিয়ানা প্রতিমা। মন্ডপের প্রতি কোনায় লাগানো হয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের ছবি।
ক্লাবের এক সদস্য বলেন " সুব্রত দা নেই এটা কে বললো? সুব্রত দা তো আমাদের সঙ্গেই আছেন।" গত বছরের পুজো তেও সবুজ পাঞ্জাবি পড়ে উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়।সেই স্মৃতি এখনো টাটকা ক্লাবের সদস্য দের।গত বছর বিশাল ঝাড়বাতির নিচে ধুতি পাঞ্জাবি পড়ে সংকল্প করেছিলেন সাবেকী প্রতিমার সামনে।সেই লালচে আসনে হাঁটু মুড়ে। ইতিমধ্যেই সুব্রত মুখোপাধ্যায় এর মূর্তি পুজো উদ্বোধনের দিনেই উন্মোচন করেছেন মুখ্যমন্ত্রী।গত বছর দীপাবলির রাত কেড়ে নিয়েছে সুব্রত মুখোপাধ্যায় কে।কিন্তু এখনো গোটা ক্লাব জুড়ে তার ই স্মৃতি এর ছোঁয়া।