TRENDING:

Egiye Bangla: এক মাসে আড়াই লক্ষেরও বেশি বাড়িতে পানীয় জল, ৫ কোটিরও বেশি ডিজিটাল পরিষেবার দাবি রাজ্য সরকারের

Last Updated:

WB CM Mamata Banerjee: ‘জলস্বপ্ন’ প্রকল্পে, ২০২১ সালের অগাস্ট মাস থেকে ২০২২ এর ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষে রয়েছে বাংলা, জানিয়েছে কেন্দ্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সাধারণ মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা সহজে পাইয়ে দিতে ‘বাংলা সহায়ক কেন্দ্র’ (Bangla Sahayak Kendra) চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। রবিবার বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা (Egiye Bangla) তৃণমূল স্তরে প্রসারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার নতুন এক মাইলফলক অতিক্রম করেছে। এই জাতীয় কেন্দ্রগুলির মাধ্যমে ৫ কোটি পরিষেবা দেওয়ার রেকর্ড গড়েছে রাজ্য সরকার, দাবি সরকারি সূত্রের। অন্যদিকে ‘জলস্বপ্ন’ প্রকল্পে, ২০২১ সালের অগাস্ট মাস থেকে ২০২২ এর ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষে রয়েছে বাংলা, জানিয়েছে কেন্দ্র। ফেব্রুয়ারি মাসে ২ লক্ষ ৫৫ হাজার ৩৮২ টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে সরকারি পরিসংখ্যান থেকে। এই মুহূর্তে বাংলায় ২,৫৬১ টি বাংলা সহায়ক কেন্দ্র রয়েছে। রাজ্য জুড়ে ১০,০০০ টিরও বেশি বাংলা সহয়তা কেন্দ্র স্থাপনের পদক্ষেপ হয়েছে। বেশিরভাগ পরিষেবার (Egiye Bangla)সুবিধা পেয়েছেন রাজ্যের গ্রামীণ এলাকার মানুষরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

আরও পড়ুন- কবে ফুরোবে কোভিড সংক্রমণ! দেশে চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে ২২ জুন

সরকারের এক সূত্র জানাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার ৭,০০০-এরও বেশি অপারেটর নিয়োগ করেছে। প্রতিটি বাংলা সহায়ক কেন্দ্রে দুই থেকে তিনজন করে কর্মী রয়েছেন যারা গ্রাহকদের বিনামূল্যে কন্যাশ্রী, রূপশ্রী, কৃষকবন্ধু এবং খাদ্যসাথীর মতো প্রকল্পের পরিষেবা প্রদান করে। শুধু তাই নয়, বাংলা সহায়ক কেন্দ্রে জমি মিউটেশনের মতো পরিষেবাগুলিও উপলব্ধ।

advertisement

রাজ্য সরকার জানিয়েছে, বাংলা সহায়ক (Egiye Bangla) কেন্দ্রগুলির মাধ্যমে রাজ্যের ৩ কোটি ৭২ লক্ষেরও বেশি মানুষ সরকারের উদ্যোগগুলির সুবিধা পেয়ে উপকৃত হয়েছেন। এক সরকারি কর্মকর্তার দাবি, এ ধরনের বাংলা সহায়ক কেন্দ্রের মাধ্যমে গড়ে প্রতিদিন প্রায় পাঁচ লক্ষ পরিষেবা প্রদান করা হয়।  তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুরোধকে গুরুত্ব দিয়ে নিশ্চিত করুন যাতে কোনও কেন্দ্রের ব্যবহার কম না হয়। আমরা প্রায় ২৯০ টি বাংলা সহায়ক কেন্দ্র জনবহুল এলাকায় স্থানান্তরিত করেছি এবং এসডিও ও বিডিও-র অফিসেও তাদের কেন্দ্র রয়েছে।”

advertisement

আরও পড়ুন- মাত্র ২৬ বছর বয়সে প্রয়াত মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার পুত্র জেইন নাদেলা

পরিসংখ্যান বলছে, পূর্ব বর্ধমান সর্বাধিক সংখ্যক পরিষেবা (Egiye Bangla) পেয়েছে। সংখ্যাটা ৬০,৫৫,৭৪৭! ৫৫ লক্ষেরও বেশি অনুরোধ সহ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। সরকারি সুবিধা পাওয়া ৯২.৩% মানুষদের মধ্যে ৩৫% এরও বেশি রয়েছেন মহিলারা। মোট ৩৬% মানুষ হলেন তফসিলি জাতি/তফসিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্গত। ৬.৯৮% সংখ্যালঘু মানূষ বাংলা সহায়ক কেন্দ্রের সুবিধা পেয়েছেন বলে দাবি রাজ্য সরকারের।

advertisement

সরকারি সুবিধা পাওয়ার জনপ্রিয় সিঙ্গেল-উইন্ডো অনলাইন প্ল্যাটফর্ম হল বাংলা সহায়ক কেন্দ্র। সূত্রের খবর এই কেন্দ্রের অপারেটরদের বেতন প্রতি মাসে ১৩,৫০০ টাকারও বেশি।

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

Abir Ghoshal

বাংলা খবর/ খবর/কলকাতা/
Egiye Bangla: এক মাসে আড়াই লক্ষেরও বেশি বাড়িতে পানীয় জল, ৫ কোটিরও বেশি ডিজিটাল পরিষেবার দাবি রাজ্য সরকারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল