আরও পড়ুন- কবে ফুরোবে কোভিড সংক্রমণ! দেশে চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে ২২ জুন
সরকারের এক সূত্র জানাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার ৭,০০০-এরও বেশি অপারেটর নিয়োগ করেছে। প্রতিটি বাংলা সহায়ক কেন্দ্রে দুই থেকে তিনজন করে কর্মী রয়েছেন যারা গ্রাহকদের বিনামূল্যে কন্যাশ্রী, রূপশ্রী, কৃষকবন্ধু এবং খাদ্যসাথীর মতো প্রকল্পের পরিষেবা প্রদান করে। শুধু তাই নয়, বাংলা সহায়ক কেন্দ্রে জমি মিউটেশনের মতো পরিষেবাগুলিও উপলব্ধ।
advertisement
রাজ্য সরকার জানিয়েছে, বাংলা সহায়ক (Egiye Bangla) কেন্দ্রগুলির মাধ্যমে রাজ্যের ৩ কোটি ৭২ লক্ষেরও বেশি মানুষ সরকারের উদ্যোগগুলির সুবিধা পেয়ে উপকৃত হয়েছেন। এক সরকারি কর্মকর্তার দাবি, এ ধরনের বাংলা সহায়ক কেন্দ্রের মাধ্যমে গড়ে প্রতিদিন প্রায় পাঁচ লক্ষ পরিষেবা প্রদান করা হয়। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুরোধকে গুরুত্ব দিয়ে নিশ্চিত করুন যাতে কোনও কেন্দ্রের ব্যবহার কম না হয়। আমরা প্রায় ২৯০ টি বাংলা সহায়ক কেন্দ্র জনবহুল এলাকায় স্থানান্তরিত করেছি এবং এসডিও ও বিডিও-র অফিসেও তাদের কেন্দ্র রয়েছে।”
আরও পড়ুন- মাত্র ২৬ বছর বয়সে প্রয়াত মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার পুত্র জেইন নাদেলা
পরিসংখ্যান বলছে, পূর্ব বর্ধমান সর্বাধিক সংখ্যক পরিষেবা (Egiye Bangla) পেয়েছে। সংখ্যাটা ৬০,৫৫,৭৪৭! ৫৫ লক্ষেরও বেশি অনুরোধ সহ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। সরকারি সুবিধা পাওয়া ৯২.৩% মানুষদের মধ্যে ৩৫% এরও বেশি রয়েছেন মহিলারা। মোট ৩৬% মানুষ হলেন তফসিলি জাতি/তফসিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্গত। ৬.৯৮% সংখ্যালঘু মানূষ বাংলা সহায়ক কেন্দ্রের সুবিধা পেয়েছেন বলে দাবি রাজ্য সরকারের।
সরকারি সুবিধা পাওয়ার জনপ্রিয় সিঙ্গেল-উইন্ডো অনলাইন প্ল্যাটফর্ম হল বাংলা সহায়ক কেন্দ্র। সূত্রের খবর এই কেন্দ্রের অপারেটরদের বেতন প্রতি মাসে ১৩,৫০০ টাকারও বেশি।
Abir Ghoshal