সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করতে বিচার ভবনের ইডি বিশেষ আদালতের কাছে আবেদন জানিয়েছে ইডি। Prevention of Money Laundering Act, 2002 (PMLA)-র ৫০ নম্বর ধারার অধীনে বয়ান রেকর্ডের অনুমতি চাওয়া হয়েছে।
এলপিজি এবং সিএনজি গ্যাসের মধ্যে আকাশ-পাতাল তফাৎ! ব্যবহারেও আলাদা, কোনটি কেমন বিশদে জেনে নিন
advertisement
ইডির আবেদন অনুযায়ী, সন্দীপ ঘোষের বক্তব্য মামলার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সরাসরি সংশোধনাগারে গিয়ে বয়ান নেওয়ার অনুমতি প্রয়োজন। আদালতের অনুমতির পরই ইডি সংশোধনাগারে গিয়ে বয়ান রেকর্ডের প্রক্রিয়া শুরু করবে।
১৪ ডিসেম্বর আদালতে প্রগ্রেস রিপোর্ট পেশ করবে ইডি, যেখানে বয়ান রেকর্ড সংক্রান্ত তথ্যও জমা দেওয়া হবে বলে সূত্রের খবর। শিয়ালদহ আদালতে দাঁড়িয়ে তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে ফের অভিযোগ তুলেছিলেন আরজি কর হাসপাতালে নির্যাতিতার মা। তিনি সেদিন বলেন, “ওরা নির্লজ্জ।” তাঁর বক্তব্য শোনার পর আদালতকক্ষ থেকে বেরিয়ে সিবিআইয়ের তদন্তকারী অফিসার আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কেঁদেও ফেলেন। অফিসার বলেন, “আমিও মা।”
আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যা মামলায় ওই দিন সিবিআই শিয়ালদহ আদালতে সপ্তম ‘স্টেটাস রিপোর্ট’ জমা দিয়েছিল। নির্যাতিতার মা আদালতে গোপন জবানবন্দি দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়েছিল ২০২৬ সালের ১৭ জানুয়ারি। ওই দিন কেস ডায়েরি জমা দিতে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়।
