জানা গিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ইডি-র কাছে আরও কিছুটা সময় চাইবেন অনুব্রত কন্যা। প্রসঙ্গত গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ইডি সদর দফতরে ডেকে পাঠানো হয়েছিল সুকন্যাকে। আজ তাকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু সেই হাজিরা এড়িয়ে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন: বিক্রি না হওয়া লটারিতে ১ কোটি টাকা জিতলেন কোচবিহারের ব্যক্তি, তারপরই ঘটল চমকপ্রদ ঘটনা
advertisement
আগে সিবিআই তলব পেয়েও তা একাধিকবার এড়িয়ে যাওয়ার অভিযোগ রয়েছে কেষ্ট-কন্যার বিরুদ্ধে। বৃহস্পতিবার তিনি ইডি দফতরে হাজিরা দেন কিনা, তা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন ইডি আধিকারিকরা। উল্লেখ্য, ১৮ অক্টোবর ইমেল মারফত তাঁর আয়-ব্যয়ের নথি সিবিআইকে পাঠালেও কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির মুখোমুখি হননি সুকন্যা।
আরও পড়ুন: ফের বৃষ্টির দাপট নাকি শুষ্ক থাকবে আবহাওয়া? পাঁচ দিনের জরুরি পূর্বাভাস হাওয়া অফিসের
কেষ্ট-কন্যার কোম্পানি এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডকে নোটিশ পাঠায় সিবিআই। আয়-ব্যয় সংক্রান্ত হিসেব চেয়ে সুকন্যা ও বিদ্যুৎবরণকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সিবিআই হাজিরা এড়িয়ে ইমেল মারফত হিসেব পাঠিয়ে দেন সুকন্যা। সিবিআইকে তিনি জানিয়েছিলেন, এক ঘনিষ্ঠ বন্ধুর চিকিৎসার জন্য সেই সময় রাজ্যের বাইরে ছিলেন তিনি। এবার ইডি-কেও সেই কারণই দেখাতে চলেছেন সুকন্যা। অন্তত সূত্রের খবর এমনটাই।
পাশপাশি, আরও একটি সংস্থা, নীড় ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের বিষয়েও সুকন্যাকে জেরা করতে পারেন তদন্তকারীরা। সিবিআই চার্জশিটে উল্লেখ, অনুব্রতর নির্দেশেই ওই কোম্পানি খোলা হয়। এই কোম্পানির নামে প্রায় ৯০ কাঠা জমির সন্ধান মিলেছে বলেও খবর।