শুক্রবার ইডির জিজ্ঞাসাবাদের পর শনিবার ও রবিবারও তৃণমূলের ভোট প্রচারে ছিলেন না সায়নী। ছিলেন না ইডির জিজ্ঞাসাবাদের আগের দুদিনও। আর একইভাবে সোমবারও তৃণমূলের প্রচারক তালিকায় ঠাঁই ছিল না সায়নীর। এদিন প্রচার তালিকায় নাম থাকলেও বৃহস্পতিবার প্রচারে যাননি সায়নী ঘোষ। পূর্ব বর্ধমানে তাঁর প্রচার করার কথা ছিল। ‘মায়ের শরীর ভাল নয়’ দলকে জানিয়েছেন সায়নী।
advertisement
আরও পড়ুন: ছ’ মাস পরেই লোকসভা ভোট? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দাবি মমতার, জোর জল্পনা
প্রথমদিন সায়নী জানিয়েছিলেন, কুন্তলের সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়েছে কি না তা তদন্তেই উঠে আসবে।’ ইডির নোটিস মিলেছিল ৪৮ ঘণ্টা আগে। সেই মতো প্রায় নির্দিষ্ট সময়েই সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। প্রায় সাড়ে ১১ ঘণ্টা চলে মারাথন জেরা। কী প্রশ্ন করা হয়েছে, সেই নিয়ে ধোঁয়াশা থাকলেও, সায়নী জানিয়েছেন, তিনি ১০০ শতাংশ সহযোগিতাই করেছেন। তিনি এও বলেন, তদন্তের প্রয়োজনে তিনি ২৪ ঘণ্টাও থাকতে প্রস্তুত।
আরও পড়ুন: ‘তিরিশ সেকেন্ড দেরি হলেই…’ ঝড়ঝঞ্ঝায় কপ্টারে ঘটতে পারত মারণ দুর্ঘটনা, বললেন মমতা
সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে এদিন উপস্থিত থাকতে পারেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী অফিসারেরা। এছাড়াও ইডি-র একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসারও জিজ্ঞাসাবাদ পর্বে থাকবেন বলে জানা গিয়েছে। রেকর্ড করা হতে পারে সায়নীর বয়ান।