ইডির জিজ্ঞাসাবাদে উঠে আসতে পারে নানা ধরণের প্রশ্ন- তিনি কী কী দায়িত্ব পালন করতেন? এই কোম্পানিতে তার ভূমিকা কীা ছিল? এই সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন ইডি আধিকারিকরা৷
একইভাবে এই কোম্পানি ডিরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় তাঁদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল যদিও তাঁরা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এবং বিশেষ কারণ চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ১২০০ পাতার নথি এবং মা লতা বন্দ্যোপাধ্যায় ১০০০ পাতার নথি জমা করেছিলেন।
advertisement
আরও পড়ুন – যেমন ভাল ব্যাটসম্যান, তেমনিই জাত অভিনেতা, রিজওয়ানের ক্র্যাম্পের অভিনয় নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি
ইতিমধ্যেই মঙ্গলবার আদালতের নির্দেশ মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০০০ পাতার বেশি নথি পাঠিয়ে দিয়েছেন৷ বুধবার এরই মধ্যে সশরীরে হাজিরা অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের৷
তিনজন তদন্তকারী আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন তাঁর মধ্যে একজন মহিলা আধিকারিক থাকবেন৷ নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম বুধবার জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে৷
Anup Chakraborty