আরও পড়ুন– কাজ শেষ বউবাজারে, বিশেষ ব্যবস্থা মেট্রোর লাইনে, মাটির চরিত্র বুঝতে করা হচ্ছে পরীক্ষা
জানা গিয়েছে, ঝাড়খণ্ডের একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় প্রায় ৬০০ কোটি টাকা তছরুপের ঘটনা ঘটেছিল বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন মহিলা অফিসাররাও।
আরও পড়ুন– সামান্য বাড়ল তাপমাত্রা, উইকেন্ডে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে
advertisement
দমদমের পাশাপাশি বালিগঞ্জের ম্যান্ডেভিলে গার্ডেনেও ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান চালাল মঙ্গলবার সকালেই। এখানে দুটো গাড়ি আসে ইডি-র। ব্যাঙ্ক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতেই ইডির অভিযান বলে খবর। হাওড়া, নিউ আলিপুর, বালিগঞ্জ, গোরাবাজার-সহ আরও বেশ কিছু জায়গায় আজ, মঙ্গলবার সকাল থেকেই চলল ইডি-র অভিযান।
ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়ো কোম্পানি খুলে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। ২২টি কোম্পানির ডিরেক্টর এবং অ্যাডিশনাল ডিরেক্টর ও মেম্বারদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। ইডি সূত্রে খবর, এই ২২টি কোম্পানির মধ্যে একাধিক সেল কোম্পানি রয়েছে। সেল কোম্পানির মাধ্যমে অর্থ তছরূপের অভিযোগ রয়েছে সংস্থার ডিরেক্টরের বিরুদ্ধে। বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকেরা। এই আর্থিক প্রতারণার সঙ্গে কোনও প্রভাবশালী যোগ রয়েছে কি না ব্যবসায়ীর, তাও খতিয়ে দেখছেন ইডির আধিকারিকেরা।