সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতেই তল্লাশি চালান ইডি কর্তারা৷ বাড়ি ছাড়াও মন্ত্রীর অফিসেও তল্লাশি চালানো হয়৷ মন্ত্রীর বাড়ির সদস্যদেরও সেখানে রাখা হয়েছিল৷ সূত্রের খবর, তল্লাশি চলাকালীন এ দিন একাধিকবার বিভিন্ন কর্মসূচিতে যাওয়ার জন্য ইডি আধিকারিকদের কাছে অনুরোধ করেন মন্ত্রী সুজিত বসু৷ কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন কেন্দ্রীয় এজেন্সির কর্তারা৷
advertisement
শুধু সুজিত বসু নন, এ দিন তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দেয় ইডি-র দল৷
সূত্রের খবর, সুজিত বসুর বাড়ি থেকে বেশ কিছু নথি সংগ্রহ করেছেন ইডি কর্তারা৷ বাজেয়াপ্ত করা হয়েছে মন্ত্রীর ফোন৷ তল্লাশি শেষে সিজার লিস্টও তৈরি করা হয়েছে৷ সন্দেশখালি এবং বনগাঁর ঘটনার পর এ দিন তিন জায়গায় তল্লাশির সময় অতিরিক্ত সতর্ক ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ তবে একদিনের তল্লাশিতেই দমকলমন্ত্রী ছাড় পান না কি ফের তাঁকে ই়ডি তদন্তের মুখোমুখি হতে হয়, সেটাই এখন দেখার৷