TRENDING:

ED Raid at Arpita Mukherjee's Chinar Park Flat|| অর্পিতার চিনার পার্কের ফ্ল্যাটে এ বার ইডি-র হানা! আরও টাকার পাহাড়? প্রহর গুনছে বাংলা

Last Updated:

Ed search Operation at Arpita Mukherjee's Chinar Park flat: রয়্যাল রেসিডেন্সির B ব্লকে অর্পিতার চিনার পার্কের ফ্ল্যাটে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ইডি-র আধিকারিকরা। দু-দফা মিলিয়ে ৫০ কোটি উদ্ধারের পর আরও কত টাকা উদ্ধার হবে? প্রহর গুনছে বাংলার মানুষ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এ বারে অপারেশন 'রয়্যাল রেসিডেন্ট'। রয়্যাল রেসিডেন্সির B ব্লকে অর্পিতার চিনার পার্কের ফ্ল্যাটে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ইডি-র আধিকারিকরা। গত শুক্রবার অর্পিতার টালিগঞ্জের ডায়মন্ড সিটির বিলাসবহুল ফ্ল্যাট ও গতকাল অর্থাৎ বুধবার বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছে ইডি। এ বারে চিনার পার্কের ফ্ল্যাট থেকে আরও  কত টাকা উদ্ধার হবে? প্রহর গুনছে বাংলার মানুষ।
অর্পিতা মুখোপাধ্যায়।
অর্পিতা মুখোপাধ্যায়।
advertisement

বৃহস্পতিবার বেলা গড়াতেই অর্পিতা মুখোপাধ্যায়ের চিনার পার্কের কাছে, ন পাড়ার পুবপাড়ায় এই ফ্ল্যাটের হদিশ পান ইডি আধিকারিকরা। ইডি সূত্রে জানা গিয়েছে, বহুতলটির নাম 'রয়্যাল রেসিডেন্সি'। এই বাড়ির চার তলার বি ৪০৪ ফ্ল্যাটটি অর্পিতা মুখোপাধ্যায়ের নামে। জানা গিয়েছে, এই মুহূর্তে চিনার পার্কের ফ্ল্যাটের নিচে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। অপেক্ষা করছেন ফ্ল্যাটের চাবির পাওয়ার জন্য। ইডি সূত্রে খবর, বেলঘড়িয়ার ফ্ল্যাটের মতো এখানেও শেষ পর্যন্ত চাবি পাওয়া না গেলে দরজার লক ভেঙেই ফ্ল্যাটে ঢুকবেন ইডি কর্তারা।

advertisement

আরও পড়ুন: রাত বাড়তেই অর্পিতার আজব আবদার! ডিনারের লিস্ট শুনে তাজ্জব ইডি কর্তারা

বিল্ডিংয়ের অ্যাকাউন্ট্যান্ট জানিয়েছেন, রক্ষণাবেক্ষণ চার্জ বাবদ অনেক টাকা বাকি রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের৷ টাকার অঙ্ক প্রায় ৩৮ হাজার টাকা৷ তিনি আরও জানান, একাধিকবার মেল মারফত অর্পিতাকে এ বিষয়ে জানানো হলেও, সেই বকেয়া টাকা মেটানো হয়নি।

advertisement

আরও পড়ুন: নিউটাউনে পার্থ চট্টোপাধ্যায়ের বিরাট বাগানবাড়ির হদিশ! কী চলত সেখানে? তদন্তে ইডি কর্তারা

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে বানতলায় অর্পিতার নামে বিঘার পর বিঘা জমির হদিশ পেয়েছেন ইতি অফিসারেরা। কলকাতায় তিনটি নেল আর্টের পার্লারের মালিক অর্পিতা। এর মধ্যে পাটুলি ও লেক ভিউ রোডের নেল আর্ট পার্লার বন্ধ। বরানগরের বিটি রোডে নেল আর্টের পার্লারের ম্যানেজার জানিয়েছেন, সেখানে প্রায়ই যেতেন অর্পিতা। এ ছাড়াও টালিগঞ্জ, বেলঘরিয়ায় একাধিক বিলাসি ফ্ল্যাট রয়েছে। একাধিক গাড়ির মালিক তিনি। বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় আবদুল লতিফ স্ট্রিটে পৈতৃক বাড়িও রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বেলঘরিয়ার রথতলায় অভিজাত আবাসন ক্লাবটাউন হাইটসে ১১০০ ও ১৬০০ স্কোয়ার ফিটের ২টি ফ্ল্যাট রয়েছে অর্পিতার। এর মধ্যে বিলাসবহুল ফ্ল্যাটের সঙ্গে রয়েছে টেরেস। সেটির একটি থেকেই গতকাল প্রায় ২৮ কোটি নগদ ও ৫ কেজি সোনা উদ্ধার হয়েছে। আরেকটি ফ্ল্যাট আপাতত সিল করেছে ইডি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ED Raid at Arpita Mukherjee's Chinar Park Flat|| অর্পিতার চিনার পার্কের ফ্ল্যাটে এ বার ইডি-র হানা! আরও টাকার পাহাড়? প্রহর গুনছে বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল