Partha Chatterjee Baganbari at Newtown|| নিউটাউনে পার্থ চট্টোপাধ্যায়ের বিরাট বাগানবাড়ির হদিশ! কী চলত সেখানে? তদন্তে ইডি কর্তারা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Partha Chatterjee new baganbari at Newtown: মাদুরদহ, বারুইপুরের পর এ বারে নিউটাউনে পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়ির খোঁজ পেল ইডি।
#কলকাতা: মাদুরদহ, বারুইপুরের পর এ বারে নিউটাউনে পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়ির খোঁজ পেল ইডি। সোমবার ভুবনেশ্বর থেকে পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতা উডিয়ে আনেন ইডি কর্তারা। তারপর শুরু হয় দফার দফায় জেরা। ইডি সূত্রে খবর, সেই তথ্যের ভিত্তিতেই বুধবার সকাল থেকে শহরের নানা প্রান্তে ফের তল্লাশি শুরু হয়। সেই তালিকায় ছিল নিউটাউনের এই বাগানবাড়ি।
উল্লেখ্য, এর আগে দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুরে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া সম্পত্তির খোঁজ মিলেছে৷ এই দু'টি বাড়ির মধ্যে একটি পার্থ চট্টোপাধ্যায়ের৷ দ্বিতীয়টি অর্পিতা মুখোপাধ্যায় লিজ নিয়েিছলেন বলে খবর৷ বারুইপুরের এই দুই বাগান বাড়িতেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় মাঝেমধ্যে আসতেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের৷ ধোপাগাছির বাড়িতে গাছের চারাগুিলরও নিজের হাতে দেখাশোনা করতেন অর্পিতা৷
advertisement
আরও পড়ুন: রাত বাড়তেই অর্পিতার আজব আবদার! ডিনারের লিস্ট শুনে তাজ্জব ইডি কর্তারা
অন্যদিকে, বারুইপুরের পুড়িরবাগান এলাকায় তিন বিঘা জমির উপরে দোতলা একটি বাড়িও পার্থ চট্টোপাধ্যায়ের বলে দাবি স্থানীয়দের৷ বাড়ির ভিতরে পুকুর এবং স্নানের ঘাটও রয়েছে৷ পুড়িরবাগানের এই বাড়িটির নাম বিশ্রাম৷ বাড়ি গেট তালাবন্ধ থাকলেও গেটের একদিকে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনীর নাম লেখা রয়েছে৷ বাড়ির ভিতরে সাজানো বাগান রয়েছে৷ এই বাড়িতে স্থানীয় নেতাদের নিয়েও পার্থ চট্টোপাধ্যায় আসতেন বলে দাবি এলাকার বাসিন্দাদের৷ ঘটনাচক্রে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ইডি যে যে নথি উদ্ধার করেছে, তার মধ্যেও ইচ্ছে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার খোঁজ মিলেছে৷ আবার বারুইপুরের এই দু'টি বাগানবাড়ির মধ্যে একটির নামও ইচ্ছে৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 27, 2022 7:28 PM IST