Partha Chatterjee Baganbari at Newtown|| নিউটাউনে পার্থ চট্টোপাধ্যায়ের বিরাট বাগানবাড়ির হদিশ! কী চলত সেখানে? তদন্তে ইডি কর্তারা

Last Updated:

Partha Chatterjee new baganbari at Newtown: মাদুরদহ, বারুইপুরের পর এ বারে নিউটাউনে পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়ির খোঁজ পেল ইডি।  

#কলকাতা: মাদুরদহ, বারুইপুরের পর এ বারে নিউটাউনে পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়ির খোঁজ পেল ইডি। সোমবার ভুবনেশ্বর থেকে পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতা উডিয়ে আনেন ইডি কর্তারা। তারপর শুরু হয় দফার দফায় জেরা। ইডি সূত্রে খবর, সেই তথ্যের ভিত্তিতেই বুধবার সকাল থেকে শহরের নানা প্রান্তে ফের তল্লাশি শুরু হয়। সেই তালিকায় ছিল নিউটাউনের এই বাগানবাড়ি।
উল্লেখ্য, এর আগে দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুরে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া সম্পত্তির খোঁজ মিলেছে৷ এই দু'টি বাড়ির মধ্যে একটি পার্থ চট্টোপাধ্যায়ের৷ দ্বিতীয়টি অর্পিতা মুখোপাধ্যায় লিজ নিয়েিছলেন বলে খবর৷ বারুইপুরের এই দুই বাগান বাড়িতেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় মাঝেমধ্যে আসতেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের৷ ধোপাগাছির বাড়িতে গাছের চারাগুিলরও নিজের হাতে দেখাশোনা করতেন অর্পিতা৷
advertisement
আরও পড়ুন: রাত বাড়তেই অর্পিতার আজব আবদার! ডিনারের লিস্ট শুনে তাজ্জব ইডি কর্তারা
অন্যদিকে, বারুইপুরের পুড়িরবাগান এলাকায় তিন বিঘা জমির উপরে দোতলা একটি বাড়িও পার্থ চট্টোপাধ্যায়ের বলে দাবি স্থানীয়দের৷ বাড়ির ভিতরে পুকুর এবং স্নানের ঘাটও রয়েছে৷ পুড়িরবাগানের এই বাড়িটির নাম বিশ্রাম৷ বাড়ি গেট তালাবন্ধ থাকলেও গেটের একদিকে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনীর নাম লেখা রয়েছে৷ বাড়ির ভিতরে সাজানো বাগান রয়েছে৷ এই বাড়িতে স্থানীয় নেতাদের নিয়েও পার্থ চট্টোপাধ্যায় আসতেন বলে দাবি এলাকার বাসিন্দাদের৷ ঘটনাচক্রে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ইডি যে যে নথি উদ্ধার করেছে, তার মধ্যেও ইচ্ছে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার খোঁজ মিলেছে৷ আবার বারুইপুরের এই দু'টি বাগানবাড়ির মধ্যে একটির নামও ইচ্ছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee Baganbari at Newtown|| নিউটাউনে পার্থ চট্টোপাধ্যায়ের বিরাট বাগানবাড়ির হদিশ! কী চলত সেখানে? তদন্তে ইডি কর্তারা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement