অয়ন শীল কতবার বিদেশ গিয়েছিলেন? সেই টাকা কোথা থেকে এসেছিল? একজন প্রোমোটার হয়ে কোথা থেকে পেলেন এতো টাকা? জানতে চায় ইডি। অয়ন শীলের ঘনিষ্ঠ, পরিচিত এবং আত্মীয়দের বিদেশ যাত্রারব্যায় ভার গ্রহণ করেছিল অয়ন? কোথা থেকে পেলেন অয়ন এত টাকা? সব তথ্যই খতিয়ে দেখতে চায় তারা।
আরও পড়ুন: রবিবার চৌপথীতে ঝাঁপ খুলব... কেন এমন বললেন উদয়ন গুহ ?আরও পড়ুন: রাজ্যে এবার তৈরি হবে হেলিপোর্ট! বাছাই করা হল তিন জেলা
advertisement
ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের শনিবার ইডি হেফাজত শেষ। ইডির বিশেষ আদালতে পেশ করা হবে অয়ন শীলকে । ইডির তরফে জেল হেফাজতের আবেদন করা হবে। এদিন সিজিও তে মেডিক্যাল টিম আসে, অয়ন শীলের পরীক্ষা করানো পর সিজিও কমপ্লেক্স থেকে থেকে বের করা হয়। ইডি সূত্রে খবর, অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিকের শিক্ষা বোর্ডের আধিকারিক অর্ণব বসুর সল্টলেকে বাড়িতে তল্লাশি করে ইডি। তিনি বাড়িতে না থাকায় পাশেই অর্ণব বসুর শশুরবাড়িতে যায় ইডি। এরপর সেখানেও তাঁর দেখা মেলেনি। তখনই প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যায় ইডি। সেখানে অর্ণব বসুকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করে ইডি। এরপর তাঁকে শুক্রবার তলব করে ইডি। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে রাতে ছেড়ে দেওয়া হয়। শনিবার ফের তাঁকে তলব করা হয় সিজিও কমপ্লেক্সয়ে। প্রাথমিক শিক্ষা বোর্ডের ক্লার্কের কাজ করতেন অর্ণব। মানিক ভট্টাচাৰ্য ঘনিষ্ঠ এই অর্ণবএর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অর্পিতা হাজরা