জানা গিয়েছে, বুধবার তিন জন ইডি আধিকারিক গিয়েছেন প্রেসিডেন্সি জেলে। অর্পিতার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এদিন পার্থ চট্টোপাধ্যায়কেও জেরা করা হচ্ছে বলে খবর। পার্থকে জেরা করে নতুন কোনও তথ্য হাতে আসে কিনা, সেটাই এখন দেখার। সূত্রের খবর, পাচার ও এসএসসি দুর্নীতি মামলার তদন্তে গতি আনতে তৎপর ইডি।
গড়া হচ্ছে ১০টি দল।
advertisement
আরও পড়ুন: সিদ্ধান্ত নেওয়া শেষ, গড়া হচ্ছে দশটি টিম, রাজ্যে আরও মারাত্মক অভিযানে নামছে ইডি!
ইডি-র এই এই নতুন দলে থাকতে চলেছে দিল্লি ও পাশের রাজ্য থেকে আনা অফিসাররা। মঙ্গলবার এই রাজ্যে চলা মামলাগুলো নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ইডি আধিকারিকরা। তাতে টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর।
এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করেছিল ইডি৷ ইডি হেফাজত শেষ হওয়ার পর আদালতের নির্দেশেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে জেল হেফাজতে পাঠানো হয়েছে৷ প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন পার্থ৷ আর অর্পিতা বন্দি রয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে৷
তদন্তে নেমে ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের নামে একাধিক সম্পত্তির দলিলের খোঁজ পেয়েছে ইডি৷ অর্পিতার একাধিক এলআইসি-তে নমিনি হিসেবেও পার্থর নাম রয়েছে৷ এই সমস্ত বিষয়ে অর্পিতার থেকে তথ্য জানার চেষ্টা করতে পারে ইডি৷ আগামী ১৮ অগাস্ট ফের ইডি-র বিশেষ আদালতে পার্থ- অর্পিতাকে পেশ করার কথা৷ তার আগে অর্পিতার থেকে গুরুত্বপূর্ণ তথ্য আদায়ের চেষ্টা করছে ইডি৷