TRENDING:

জেলে পার্থর কাছে পৌঁছে গেল ইডি, নতুন কোনও রহস্য! এমনকী ফাঁস করলেন অর্পিতা?

Last Updated:

SSC Scam: এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করেছিল ইডি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার জেলের মধ্যে বসেই ইডি জেরার মুখে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। মঙ্গলবারই আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে এসএসসি মামলায় অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়কে টানা ৫ ঘণ্টা জেরা করেছে ইডি। সেই সূত্রে আরও বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে ইডি-র। এবার সেই তথ্যগুলির উপর ভিত্তি করে পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা করছে ইডি।
পার্থকে আরও ঘিরে ধরছে ইডি
পার্থকে আরও ঘিরে ধরছে ইডি
advertisement

জানা গিয়েছে, বুধবার তিন জন ইডি আধিকারিক গিয়েছেন প্রেসিডেন্সি জেলে। অর্পিতার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এদিন পার্থ চট্টোপাধ্যায়কেও জেরা করা হচ্ছে বলে খবর। পার্থকে জেরা করে নতুন কোনও তথ্য হাতে আসে কিনা, সেটাই এখন দেখার। সূত্রের খবর, পাচার ও এসএসসি দুর্নীতি মামলার তদন্তে গতি আনতে তৎপর ইডি।

গড়া হচ্ছে ১০টি দল।

advertisement

আরও পড়ুন: সিদ্ধান্ত নেওয়া শেষ, গড়া হচ্ছে দশটি টিম, রাজ্যে আরও মারাত্মক অভিযানে নামছে ইডি!

ইডি-র এই এই নতুন দলে থাকতে চলেছে দিল্লি ও পাশের রাজ্য থেকে আনা অফিসাররা। মঙ্গলবার এই রাজ্যে চলা মামলাগুলো নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ইডি আধিকারিকরা। তাতে টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন: ‘‘নয়া তৃণমূল জানি না, কারা হোর্ডিং দিল জানি না’’, অভিষেকের মুখ দিয়ে নয়া ক্যাম্পন নিয়ে মুখ খুললেন সৌগত রায়

এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করেছিল ইডি৷ ইডি হেফাজত শেষ হওয়ার পর আদালতের নির্দেশেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে জেল হেফাজতে পাঠানো হয়েছে৷ প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন পার্থ৷ আর অর্পিতা বন্দি রয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তদন্তে নেমে ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের নামে একাধিক সম্পত্তির দলিলের খোঁজ পেয়েছে ইডি৷ অর্পিতার একাধিক এলআইসি-তে নমিনি হিসেবেও পার্থর নাম রয়েছে৷ এই সমস্ত বিষয়ে অর্পিতার থেকে তথ্য জানার চেষ্টা করতে পারে ইডি৷ আগামী ১৮ অগাস্ট ফের ইডি-র বিশেষ আদালতে পার্থ- অর্পিতাকে পেশ করার কথা৷ তার আগে অর্পিতার থেকে গুরুত্বপূর্ণ তথ্য আদায়ের চেষ্টা করছে ইডি৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
জেলে পার্থর কাছে পৌঁছে গেল ইডি, নতুন কোনও রহস্য! এমনকী ফাঁস করলেন অর্পিতা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল