TRENDING:

Jyotipriya Mallick: রেশন দুর্নীতির মামলায় নয়া মোড়! জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা ও স্বাক্ষরের নমুনা সংগ্রহ করল ইডি

Last Updated:

নগর দায়েরা আদালত সূনগর দায়েরা আদালত সূত্রে খবর, হাতের লেখা ও স্বাক্ষরের নমুনা মুখবন্ধ খামে সিবিআই বিশেষ আদালতে পাঠিয়ে দেওয়া হবে।ত্রে খবর, হাতের লেখা ও স্বাক্ষরের নমুনা মুখবন্ধ খামে সিবিআই বিশেষ আদালতে পাঠিয়ে দেওয়া হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রেশন দুর্নীতির মামলায় অভিযুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা ও স্বাক্ষরের নমুনা সংগ্রহ করল ইডি। সোমবার বিকালে নগর দায়রা আদালতের বিচারকের উপস্থিতিতে জ্যোতিপ্রিয়র হাতের লেখা ও স্বাক্ষরের নমুনা সংগ্রহ করা হয়।
জ্যোতিপ্রিয় মল্লিক, ফাইল ছবি
জ্যোতিপ্রিয় মল্লিক, ফাইল ছবি
advertisement

জেল হেফাজতে থাকাকালীন ২০২৩ সালের ডিসেম্বর মাসে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন জ্যোতিপ্রিয়র হাতে লেখা একটি চিঠি বাজেয়াপ্ত করেছিল পাহারারত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মেয়ের হাতে ওই চিঠিটি তুলে দিয়েছিলেন জ্যোতিপ্রিয়। ওই চিঠিতে শেখ শাহজাহান সহ একাধিক ব‍্যক্তির নাম উল্লেখ করেছিলেন জ‍্যোতিপ্রিয়। তাদের কাছে সাহায‍্য মিলবে বলে মেয়েকে লেখা চিঠিতে জ‍্যোতিপ্রিয় উল্লেখ করেছিলেন। এই চিঠি মামলার গুরুত্বপূর্ণ একটি তথ্য বলেই মনে করছে ইডি।

advertisement

আরও পড়ুন : পথের ধার থেকে দত্তক নেওয়া অনাথ শিশু আজ কিশোরী! ২ প্রেমিকের সঙ্গে মিলে নৃশংস ভাবে খুন করল ‘মাকে’

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

পরবর্তীকালে এই চিঠির সূত্র ধরেই  শেখ শাহজাহান-সহ একাধিক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় ইডি। মাস কয়েক আগে বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতের বিচারকের কাছে ওই চিঠির ভিত্তিতে জ্যোতিপ্রিয় হাতের লেখা ও স্বাক্ষরের নমুনা সংগ্রহের আবেদন করেছিল ইডি। বিচারক ওই আবেদন মঞ্জুর করেন। নগর আদালতের বিচারকের উপস্থিতিতে তা সংগ্রহ করার নির্দেশ দেন। নগর দায়েরা আদালত সূত্রে খবর, হাতের লেখা ও স্বাক্ষরের নমুনা মুখবন্ধ খামে সিবিআই বিশেষ আদালতে পাঠিয়ে দেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: রেশন দুর্নীতির মামলায় নয়া মোড়! জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা ও স্বাক্ষরের নমুনা সংগ্রহ করল ইডি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল