TRENDING:

Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়ই 'গঙ্গাসাগর'! বালুর জামিন ঠেকাতে আদালতে কেন এমন উপমা দিল ইডি?

Last Updated:

ইডি-র পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, জ্যোতিপ্রিয়ই এই গোটা দুর্নীতির রিংমাস্টার ছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রেশন দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন আটকাতে মরিয়া ইডি৷ জ্যোতিপ্রিয় মল্লিক যে রেশন দুর্নীতি কাণ্ডে অন্যতম প্রধান চক্রী, তা বোঝাতে শনিবার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে প্রাক্তন মন্ত্রীকে গঙ্গাসাগর বলে দাবি করল ইডি৷
জ্যোতিপ্রিয়কে 'গঙ্গাসাগর' বলল ইডি৷
জ্যোতিপ্রিয়কে 'গঙ্গাসাগর' বলল ইডি৷
advertisement

রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয়র ভূমিকা বোঝাতে গিয়ে ইডি-র আইনজীবী বলেন, ‘গঙ্গা, ভাগীরথী ও অন‍্য শাখা প্রশাখা যেমন গঙ্গাসাগরে এসে মিশেছে, এই দুর্নীতির সমস্ত এসে মিশেছে জ্যোতিপ্রিয়র কাছে। চাল বিক্রি থেকে গম বিক্রি, রেশন দুর্নীতির টাকা এসেছে তাঁর কাছে। টাকা এসেছে তাঁরই পরিচালিত তিন সংস্থায়। ওই তিন সংস্থায় তাঁরই লোক বসে। অ‍্যাকাউন্টও খোলা হয়েছে তাঁরই পরিচিত লোকেদের নিয়ে৷

advertisement

আরও পড়ুন: ফিরে এল ৯/১১-র স্মৃতি, রাশিয়ার কাজানে পর পর বহুতলে আকাশপথে হামলা, আগুন!

ইডি-র পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, জ্যোতিপ্রিয়ই এই গোটা দুর্নীতির রিংমাস্টার ছিলেন৷ আড়ালে থেকেই গোটাটা পরিচালনা করেছেন তিনি৷ যে সময় এই রেশন দুর্নীতি হয়েছে, তখন জ্যোতিপ্রিয় মল্লিক নিজেও ক্ষমতাশালী ছিলেন বলে আদালতে সওয়াল করেন ইডি-র আইনজীবী৷

advertisement

রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই অন্যতম মূল অভিযুক্ত বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য সহ বেশ কয়েকজন জামিন পেয়েছেন৷ অসুস্থতার কারণ দেখিয়ে অনেক দিন ধরেই আদালত থেকে জামিন পাওয়ার চেষ্টা করছেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ যদিও এখনও প্রাক্তন মন্ত্রীর সেই চেষ্টা সফল হয়নি৷ মন্ত্রীর আইনজীবীর সওয়ালের পর এবার পাল্টা সওয়াল করতে শুরু করেছেন ইডি-র আইনজীবী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই দুর্নীতি যদি পাখির চোখে (বার্ড ভিউ) তে দেখা হয় তাহলে দেখা যাবে জ‍্যোতিপ্রিয় হলেন ‘গঙ্গাসাগর’। গঙ্গা, ভাগীরথী ও অন‍্য শাখা প্রশাখা যেমন গঙ্গাসাগরে এসে মিশেছে, এই দুর্নীতির সমস্ত এসে মিশেছে জ্যোতিপ্রিয়র কাছে। চাল বিক্রি থেকে গম বিক্রি, রেশন দুর্নীতির টাকা এসেছে তাঁর কাছে। টাকা এসেছে তাঁরই পরিচালিত তিন সংস্থায়। ওই তিন সংস্থায় তাঁরই লোক বসে। অ‍্যাকাউন্টও খোলা হয়েছে তাঁরই পরিচিত লোকেদের নিয়ে

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়ই 'গঙ্গাসাগর'! বালুর জামিন ঠেকাতে আদালতে কেন এমন উপমা দিল ইডি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল