Kazan drone attack: ফিরে এল ৯/১১-র স্মৃতি, রাশিয়ার কাজানে পর পর বহুতলে আকাশপথে হামলা, আগুন!

Last Updated:

এই ড্রোন হামলার পরই কাজান বিমানবন্ধর বন্ধ করে দেওয়া হয়৷ ইঝেভসক বিমানবন্দরেও বিমান ওঠানামা নিয়ন্ত্রণ করা হয়৷

কাজানে ড্রোন হামলা৷ ছবি-এক্স
কাজানে ড্রোন হামলা৷ ছবি-এক্স
কাজান: নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হামলার স্মৃতি ফিরিয়ে রাশিয়ার কাজান শহরে একের পর এক বহুতলে পর পর আঘাত হানল ৮টি ড্রোন৷ এই হামলার পিছনে ইউক্রেনই রয়েছে বলে অভিযোগ করেছে মস্কো৷
এই হামলার আকস্মিকতা কাটিয়ে উঠে উদ্ধারকাজ শুরু করে কাজান শহরের স্থানীয় প্রশাসন৷ যে বহুতলগুলিতে হামলা হয়, সেখান থেকে আবাসিক এবং সাধারণ মানুষকে বের করে আনা হয়৷
advertisement
advertisement
এই ড্রোন হামলার পরই কাজান বিমানবন্ধর বন্ধ করে দেওয়া হয়৷ ইঝেভসক বিমানবন্দরেও বিমান ওঠানামা নিয়ন্ত্রণ করা হয়৷ মস্কো শহর থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত কাজান৷ রুশ সংবাদসংস্থা স্পুটনিকের দাবি অনুযায়ী, রাশিয়ার বায়ুসেনা একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও বাকি আটটি ড্রোন নির্দিষ্ট লক্ষ্যেই আঘাত করে৷
advertisement
শুক্রবার রাতেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন এবং মিসাইল হামলা চালায় রাশিয়া৷ প্রায় ৬০টি ড্রোন কিয়েভের বিভিন্ন আবাসিক এলাকায় হামলা চালায়৷ মনে করা হচ্ছে, সেই হামলার বদলা নিতেই এ দিন কাজানে হামলা করল ইউক্রেন৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Kazan drone attack: ফিরে এল ৯/১১-র স্মৃতি, রাশিয়ার কাজানে পর পর বহুতলে আকাশপথে হামলা, আগুন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement