অভীককে আজই নিয়ে আসা হবে কলকাতায়। ১৯৯৭ সালে দিল্লি থেকে ব্যবসা শুরু করে প্রয়াগ গোষ্ঠী। ইডি-র দাবি, এই অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে বেআইনিভাবে বাজার থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: হঠাৎ বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, মাথায় হাত কয়েকশো মহিলার! কোথায় ঘটল বিপত্তি?
এর মধ্যে ১ হাজার ৯০০ কোটি টাকা ফেরত দেয়নি প্রয়াগ গোষ্ঠী। গত জুলাই মাসে প্রয়াগ চিটফান্ড মামলার তদন্তে নতুন ECIR করে ইডি। এরপর গতকাল একযোগে কলকাতা ও মুম্বইয়ে অভিযান চালানো হয়। প্রয়াগ গোষ্ঠীর কোথায়, কত সম্পত্তি রয়েছে খতিয়ে দেখার পাশাপাশি, ইডি-র স্ক্যানারে প্রভাবশালী-যোগ। প্রভাবশালীদের কাছে কত টাকা, কীভাবে পৌঁছেছে তা জানতেই এবার বাবা-ছেলেকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় ইডি।
advertisement
এর আগে ২০১৭-র ১৫ মার্চ, চিটফান্ড মামলায় প্রয়াগ গোষ্ঠীর ডিরেক্টর বাবা-ছেলেকে গ্রেফতার করে সিবিআই। পরে জামিনে মুক্তি পান দু জন৷
