Lakshmir Bhandar: হঠাৎ বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, মাথায় হাত কয়েকশো মহিলার! কোথায় ঘটল বিপত্তি?

Last Updated:

লক্ষীর ভাণ্ডারের টাকা আচমকাই বেশ কয়েক মাস যাবৎ না পাওয়ার অভিযোগ তুলেছেন তমলুক পৌর এলাকার বাসিন্দা কয়েকশো মহিলা।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
তমলুক: হঠাৎ করেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে না কয়েকশো মহিলার৷ এমনই অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের তমলুকে৷
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার৷ সেই লক্ষীর ভাণ্ডারের টাকা আচমকাই বেশ কয়েক মাস যাবৎ না পাওয়ার অভিযোগ তুলেছেন তমলুক পৌর এলাকার বাসিন্দা কয়েকশো মহিলা। এ নিয়ে তমলুক পুরসভায় জমছে অভিযোগের পাহাড়৷
advertisement
advertisement
লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতার পরিমাণ ৫০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা হয়েছে৷ অভিযোগ, গত ৫ থেকে ৬ মাস ধরে অভিযোগকারী মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার বাবদ কোনও টাকাই ঢুকছে না৷ কেন টাকা বন্ধ হল, সে বিষয়ে ব্যাঙ্ক অথবা পুরসভার আধিকারিকরা কেউই সদুত্তর দিতে পারছেন না৷
তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় অবশ্য জানিয়েছেন, টেকনিক্যাব কিছু সমস্যা রয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lakshmir Bhandar: হঠাৎ বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, মাথায় হাত কয়েকশো মহিলার! কোথায় ঘটল বিপত্তি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement