TRENDING:

সাংঘাতিক! ১৯০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা, ইডির জালে কলকাতার ব‍্যবসায়ী... নাম শুনলে চমকে যাবেন

Last Updated:

অভিযোগ, নিজের ও স্ত্রীর নামে ব‍্যাঙ্ক থেকে ১৯০ কোটি টাকার বেশি ঋণ নেন তিনি। Amrit feeds limited-সহ প্রায় ৩০ টি সংস্থার হদিশ মিলেছে। যে সংস্থাগুলোর নামে ঋণ তুলে প্রতারণা করেছেন এই ব‍্যবসায়ী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পোল্ট্রি, খাদ‍্যপ্রক্রিয়াকরণ সহ একাধিক সংস্থার নামে ব‍্যাঙ্ক থেকে ঋণ নিয়ে প্রতারণা করে ইডি জালে ব‍্যবসায়ী হরিশ বাগলা। অভিযোগ, নিজের ও স্ত্রীর নামে ব‍্যাঙ্ক থেকে ১৯০ কোটি টাকার বেশি ঋণ নেন তিনি। Amrit feeds limited-সহ প্রায় ৩০ টি সংস্থার হদিশ মিলেছে। যে সংস্থাগুলোর নামে ঋণ তুলে প্রতারণা করেছেন এই ব‍্যবসায়ী। ব‍্যাঙ্কের তরফে অভিযোগ হয়েছিল, তারই তদন্তে নামে ইডি। তারপরেই যশোর রোডে অভিজাত আবাসন থেকে গ্রেফতার হন। একদিনের ইডি হেফাজতের নির্দেশ ব‍্যাঙ্কশাল কোর্টের মুখ‍্য বিচারকের।
News18
News18
advertisement

বৃহস্পতিবার বিচার ভবনে ইডি বিশেষ আদালতে পেশ করা হবে এই ব‍্যবসায়ীকে। সাত দিনের হেফাজত চেয়ে আবেদন করেছে ইডি। অভিযোগ, ১০২ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিভিন্ন ভুয়ো সংস্থার নামে খোলা হয়েছে। যেখানে হরিশ বাগলা নিজের পরিচিতদের ডিরেক্টর বা ম্যানেজার করে রেখেছেন। এই সংস্থাগুলোর নামে ব‍্যাঙ্ক থেকে ঋণ নিয়ে সেই টাকা অন‍্যত্র সম্পত্তি কেনার ক্ষেত্রে লগ্নি হয়েছে বলে খবর। ৮০টি সম্পত্তির ডিড পাওয়া গেছে। যেগুলো ভুয়ো সংস্থার নামে কেনা হয়েছে। যার আসল মালিক হরিশ।

advertisement

আরও পড়ুন: রাস্তায় মেয়ের ছবি তুলছিলেন বাবা, অজান্তেই মোবাইল ক্যামেরায় বন্দি খুনি দেশরাজ! কৃষ্ণনগর কাণ্ডে বড় মোড়

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পাশাপাশি, ৪১ টি প্যান কার্ড তৈরি হয়েছে বিভিন্ন সংস্থার নামে। ৪৯.৫ লক্ষ টাকা নগদ সিজ হয়েছে।৯ টি জায়গায় অভিযান চালিয়ে নথি বাজেয়াপ্তও হয়েছে। প্রসঙ্গত, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের কাছে ব‍্যাঙ্কের তরফে অভিযোগ করা হয়েছিল এই ব্যবসায়ীর বিরুদ্ধে। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে পাঁচটি ব‍্যাঙ্ক থেকে তিনি টাকা নিয়েছিলেন ঋণ হিসাবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সাংঘাতিক! ১৯০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা, ইডির জালে কলকাতার ব‍্যবসায়ী... নাম শুনলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল