বৃহস্পতিবার বিচার ভবনে ইডি বিশেষ আদালতে পেশ করা হবে এই ব্যবসায়ীকে। সাত দিনের হেফাজত চেয়ে আবেদন করেছে ইডি। অভিযোগ, ১০২ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিভিন্ন ভুয়ো সংস্থার নামে খোলা হয়েছে। যেখানে হরিশ বাগলা নিজের পরিচিতদের ডিরেক্টর বা ম্যানেজার করে রেখেছেন। এই সংস্থাগুলোর নামে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে সেই টাকা অন্যত্র সম্পত্তি কেনার ক্ষেত্রে লগ্নি হয়েছে বলে খবর। ৮০টি সম্পত্তির ডিড পাওয়া গেছে। যেগুলো ভুয়ো সংস্থার নামে কেনা হয়েছে। যার আসল মালিক হরিশ।
advertisement
পাশাপাশি, ৪১ টি প্যান কার্ড তৈরি হয়েছে বিভিন্ন সংস্থার নামে। ৪৯.৫ লক্ষ টাকা নগদ সিজ হয়েছে।৯ টি জায়গায় অভিযান চালিয়ে নথি বাজেয়াপ্তও হয়েছে। প্রসঙ্গত, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের কাছে ব্যাঙ্কের তরফে অভিযোগ করা হয়েছিল এই ব্যবসায়ীর বিরুদ্ধে। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে পাঁচটি ব্যাঙ্ক থেকে তিনি টাকা নিয়েছিলেন ঋণ হিসাবে।