রেল মন্ত্রকের পক্ষ থেকে জানান হয়েছে, রেললাইন থেকে শুরু করে পাওয়ার ব্লক, সিগন্যাল, ওভারহেড বৈদ্যুতিকরণ ব্যবস্থা-সহ রেলেE পরিকাঠামোগত বিভিন্ন কাজের জন্যই বাতিল করা হয়েছে ট্রেনগুলি। যাত্রীদের নিরবচ্ছিন্ন পরিষেবা দিতেই রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তাই গুরুত্বপূর্ণ কারণেই বন্ধ থাকছে রেল।
আরও পড়ুন: বড়বাজারে বন্ধ গুদামে অগ্নিকাণ্ড, ২ ঘণ্টায় দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
advertisement
হাওড়া শাখার হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি শাখা, বর্ধমান-হাওড়া, কাটোয়া-ব্যান্ডেল-হাওড়া, হাওড়া-তারকেশ্বর, এবং খানা-গুমানি শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
এক নজরে দেখে নিন কোন ট্রেনগুলি বাতিল করা হয়েছে
হাওড়া থেকে: ৩৭৩১৫, ব্যান্ডেল থেকে: ৩৭৫৩৪,৩৭৭৪৯, নৈহাটি থেকে: ৩৭৫৩৩, তারকেশ্বর থেকে: ৩৭৩২৬, কাটোয়া থেকে ৩৭৭৪৮ এবং ০৩০৯৫, আজিমগঞ্জ থেকে: ০৩০৯৬।
যে ট্রেনগুলির সময় পরিবর্তন হয়েছে—
৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল: ৩০ মিনিট
৩২২৩৪ ডানকুনি-শিয়ালদহ লোকাল: ৪৫ মিনিট
১২৩৪৮ রামপুরহাট-হাওড়া এক্সপ্রেস: ৩০ মিনিট
১২৩৩৮ বোলপুর-হাওড়া এক্সপ্রেস: ১৫ মিনিট
০৩০৮৩ কাটোয়া-হাওড়া প্যাসেঞ্জার: ২০ মিনিট
৩১১৫১ শিয়ালদহ-বর্ধমান লোকাল : ২০ মিনিট
১৩০১৬ জামালপুর-হাওড়া এক্সপ্রেস: ২০ মিনিট
৩৭৯১৭ হাওড়া-কাটোয়া লোকাল: ২০ মিনিট
১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস: ১১০ মিনিট
১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস: ৭৫ মিনিট