Burrabazar Fire: বড়বাজারে বন্ধ গুদামে অগ্নিকাণ্ড, ২ ঘণ্টায় দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

Last Updated:

Burrabazar Fire: ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে

বড়বাজারে শাড়ির গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
বড়বাজারে শাড়ির গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কলকাতা: বড়বাজারে কটন স্ট্রিটে একটি শাড়ির গুদামে বিধ্বংসী আগুন। দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। বিল্ডিং থেকে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে খবর। জানা গিয়েছে, একটি শাড়ির গুদামে প্রথমে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল। যদিও ২ ঘণ্টা পরেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
এবারই প্রথম নয়, মাঝে মধ্যেই বড়বাজারে আগুন লাগার খবর সংবাদ শিরোনামে আসে। চলতি বছরে জুন মাসেও বড়বাজারে একটি গুদামে আগুন লেগেছিল। মুচিপাড়া থানা এলাকার ১১ নম্বর প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে কলকাতা পুরসভার হিসেবে বসত বাড়ি বলে চিহ্নিত হলেও আদতে এখানে গয়নার কারখানা ছিল। ঘিঞ্জি গলির মধ্যে এই বাড়িতে সোনা, রূপোর গহনা তৈরি হত। কারখানার মধ্যে প্রচুর দাহ্য পদার্থ, রাসায়নিক মজুত ছিল। সেখান থেকেই আগুন লাগে।
advertisement
ওই কারখানার মধ্যে ঠাসা ছিল বিভিন্ন রাসায়নিক। বছর সাতেক আগেও সেখানে একবার আগুন লাগে। সেই সময় স্থানীয় বাসিন্দারা এখান থেকে কারখানা সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ার মাসেও বড়বাজার চত্বরে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। দমকলের চেষ্টায় তখনকার মতো আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।
advertisement
advertisement
তবে এদিন আগুন কী করে লাগল তা এখনও জানা যায়নি। বন্ধ একটি গুদামে প্রথমে আগুন লেগেছে। বড়বাজারের এই এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হয়। আগুন নেভানোর জন্য আপাতত দমকলের ৪টি ইঞ্জিন রয়েছে। যদিও ২ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Burrabazar Fire: বড়বাজারে বন্ধ গুদামে অগ্নিকাণ্ড, ২ ঘণ্টায় দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement