আরও পড়ুনঃ পেটে কলিবিল করবে কৃর্মি, হবে বমি-ডায়রিয়া…! বর্ষায় এই ৪ সবজিতে লুকিয়ে থাকে ‘মৃত্যুর বীজ’
কেএমআরসিএল সূত্রে খবর, মেট্রোর কাজে বউবাজারে ২১টি বাড়ি পুরোপুরি ভেঙে পড়ে। ৩টি বাড়ি মেট্রোর কাজের জন্য ভেঙে ফেলা হয়। এই ২৪টি বাড়ি নতুন করে তৈরির কাজ চালাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তার মধ্যে ১৬-টি বাড়ি তিনতলা, পাঁচটি বাড়ি চারতলা। তিনটি বাড়ি দোতলা, ফ্ল্যাট বা আবাসন নয়, তৈরি করে দেওয়া হবে বাড়ি। নতুন ২৪টি বাড়ি তৈরি হচ্ছে পুরোনো নকশাতেই। এতে মেট্রোর খরচ হবে ২৭ কোটি টাকা। আংশিক ক্ষতিগ্রস্ত ১৫টি বাড়ি সংস্কারও শুরু হয়েছে। এতে খরচ ৬ কোটি টাকা। মোট ৭৪টি পরিবার তাঁদের ঠিকানা ফিরে পাবে। বাড়ি ফিরে পাব, ফিরে পাব, কবে থেকেই তো শুনছি। কিন্তু বাড়ি ফিরে পাচ্ছি কই। এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছিল। সব কিছু মাটিতে মিশে গেছে। আর বছর বছর শুনে যাচ্ছি বাড়ি ফেরত পাব। কার্যত কিছুটা অধৈর্য্য হয়েই বললেন, অসীমকুমার বড়াল, বাসিন্দা, বউবাজারের।
advertisement
সুমন নস্কর আর এক বাসিন্দা অবশ্য বলছেন, তাঁদের বাড়ি সংষ্কার করে দেওয়া হয়েছে। কিন্তু ব্যবসার যা ক্ষতি হয়েছে তা কি ফেরত পাওয়া আর সম্ভব? শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে রয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো এই মেট্রোর কাজ করতে গিয়ে ২০১৯ সালে প্রথমবার বউবাজারে বিপর্যয় ঘটে একের পর এক বাড়ি ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি। বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরেও একাধিকবার মেট্রো-বিপর্যয় ঘটেছে বউবাজারে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, তাদের টার্গেট ২০২৭ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বাড়ি তৈরি ও সংস্কারের কাজ শেষ করা এ নিয়ে কলকাতা পুরসভার সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। যাঁরা বাড়ি পাবেন তাঁদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।