রবীন্দ্র সরোবর একটি জাতীয় সরোবর। পেট্রোল চালিত বোট প্রসঙ্গে পরিবেশবিদ সোমেন্দ্র মোহন ঘোষ বললেন, 'রবীন্দ্র সরোবর একটি জাতীয় সরোবর হিসেবে চিহ্নিত। আমরা মনে করি, ডিজেলের পরিবর্তে পেট্রোল বোট চললেও সরোবরে দূষণ ছড়াবে। তাই আমাদের দাবি রোয়িংয়ের মতো ওয়াটার স্পোর্টসের ক্ষেত্রে ব্যাটারি চালিত বোট ব্যবহারের উদ্যোগ নেওয়া হোক রবীন্দ্র সরোবরে। তাহলেই সম্পূর্ণ দূষণমুক্ত থাকবে রবীন্দ্র সরোবর'।
advertisement
আরও পড়ুন: ৭০ বছর পর ভারতে এল বিরল চিতা, গোয়ালিয়র থেকে পৌঁছল কুনো জাতীয় উদ্যানে
আরও পড়ুন: পুজোর মুখে ডেঙ্গি নিয়ে অশনি সঙ্কেত! জেলাগুলিকে ৫ দফা পরামর্শ স্বাস্থ্য দফতরের
যদিও কেএমডিএ-র এক আধিকারিকের কথায়,' রবীন্দ্র সরোবরে যাতে পরিবেশ বান্ধব পরিস্থিতি বজায় থাকে সে ব্যাপারে আমরা বিশেষ নজর দেব'। রবীন্দ্র সরোবর লেকে প্রতিদিন সকালে মুক্ত বাতাস নিতে যাঁরা যান, সেই সমস্ত প্রাতঃভ্রমণকারীদের কথায়, 'আগামী দিনে পরিবেশ আদালতের যা নির্দেশ, আশা করি প্রশাসন তাই মেনে চলবে।''
প্রসঙ্গত, রোয়িংয়ের সময় কালবৈশাখীর তাণ্ডবে সম্প্রতি প্রাণ হারায় দুই ছাত্র৷ মর্মান্তিক এই ঘটনা ঘটার পরই রবীন্দ্র সরোবরে রোয়িং নিয়ে ইতিমধ্যেই গাইডলাইন (SOP) প্রকাশ করা হয়েছে। এসওপি পাঠিয়ে রোয়িং ক্লাবগুলিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে কেএমডিএ ও কলকাতা পুলিশ। রবীন্দ্র সরোবরে রোয়িং করতে গিয়ে দুই ছাত্রের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠেছিল। এই ঘটনার জেরে ক্লাবগুলির নানা গাফিলতির অভিযোগ ওঠে। শেষমেষ দুর্ঘটনা থেকে শিক্ষা। রবীন্দ্র সরোবর লেকে রোয়িং করতে গেলে নির্দিষ্ট গাইডলাইন মানতেই হবে। না হলে রোয়িংয়ের অনুমতি দেওয়া হবে না। সুরক্ষার প্রশ্ন ইতিমধ্যেই ক্লাবগুলিকে সাফ জানিয়ে দিয়েছে প্রশাসন। সংশ্লিষ্ট প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে, রোয়িং শুরু করার আগে প্রশাসনের কাছে ক্লাবগুলিকে নির্দিষ্ট গাইডলাইন মেনে চলার ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত ক্লাবগুলি সহমত পোষণ করছে, ততক্ষণ পর্যন্ত রোয়িংয়ের ব্যাপারে সবুজ সংকেত মিলবে না।
VENKATESWAR LAHIRI